জৈন্তাপুরে ৩ লাখ ৭২ হাজার টাকার ভারতীয় চোরাই মালামালসহ গ্রেফতার ১
সাইফুল ইসলাম বাবু , জৈন্তাপুর:
প্রকাশিত হয়েছে : ২৪ জানুয়ারি ২০২৬, ৮:২৩ পূর্বাহ্ণ
সিলেটের জৈন্তাপুরে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চোরাই পণ্যসহ এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। জব্দকৃত মালামালের বাজারমূল্য প্রায় ৩ লাখ ৭২ হাজার ৫০০ টাকা বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২৩শে জানুয়ারি রাত আনুমানিক ৭টা ৪৫ মিনিটে জৈন্তাপুর মডেল থানার এসআই (নিরস্ত্র) মাহমুদুল হাসান খান এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ জৈন্তাপুর মডেল থানাধীন ১নং নিজপাট ইউনিয়নের মাস্তিংহাটি এলাকায়, জৈন্তাপুর মডেল থানার সামনে সিলেট-তামাবিল মহাসড়কে চেকপোস্ট পরিচালনা করা হয়।
এসময় একটি পর্যটকবাহী তিশা পরিবহন বাস তল্লাশি করে
মনির হোসেন (৪০), পিতা- মোঃ তৈয়ব আলী, সাং- আমতলা, ডাকঘর- সারুলিয়া, থানা- ডেমরা, ডিএমপি ঢাকা (বর্তমান ঠিকানা: ডগাইর পূর্বপাড়া, ডেমরা) কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামির হেফাজত হতে বিপুল পরিমাণ বিভিন্ন ধরনের ভারতীয় চকলেট, কসমেটিকস, হেয়ার অয়েল, মেহেদী ও মসলা জব্দ করা হয়। এর মধ্যে রয়েছে—
KitKat, Benzo, Dairy Milk, Safari, 5 Star, Mentos, Polo Lozenges, Milku Mithai চকলেট, Nivea Body Milk ও Soft Cream, Ponds Beauty Cream, Sesa Ayurvedic Hair Oil (৯০ ও ১৮০ এমএল), Kaveri Mehendi এবং ৪৯ কেজি জিরাসহ বিভিন্ন পণ্য।
জব্দকৃত এসব মালামালের আনুমানিক মোট বাজারমূল্য ৩,৭২,৫০০/- টাকা সমপরিমাণ।
পুলিশ জানায়, জব্দকৃত মালামালগুলো ভারত থেকে অবৈধভাবে এনে বাংলাদেশ সরকারের শুল্ক ও কর ফাঁকি দিয়ে বিক্রয়ের উদ্দেশ্যে পরিবহন ও সংরক্ষণ করা হচ্ছিল।
এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
এ বিষয়ে জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা বলেন,
“চোরাচালান ও অবৈধ বাণিজ্য রোধে জৈন্তাপুর মডেল থানা পুলিশ নিয়মিতভাবে অভিযান পরিচালনা করছে। এ ধরনের অবৈধ কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা অব্যাহত থাকবে।” আটক আসামিকে শনিবার পুলিশ পাহারায় আদালতে সোপর্দ করা হবে বলে তিনি জানান।





