প্রাক্তন স্ত্রীর বিরুদ্ধে মানহানি মামলায় জয়ী কুমার শানু
ডেস্ক রিপোর্ট :
প্রকাশিত হয়েছে : ২৪ জানুয়ারি ২০২৬, ১:১০ অপরাহ্ণ
প্রাক্তন স্ত্রীর করা মানহানি মামলায় জয়ী হয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী কুমার শানু। আদালত তার পরিবারের বিরুদ্ধে সব ধরনের মানহানিকর মন্তব্য, বক্তব্য ও প্রচার বন্ধের নির্দেশ দিয়েছেন।
মামলার শুনানিতে বিচারপতি মিলিন্ড যাদব কুমার শানুর পক্ষে রায় দেন। রায়ে বলা হয়, গায়ক অথবা তার পরিবারের বিরুদ্ধে মিথ্যা, অপবাদমূলক কিংবা মানহানিকর বক্তব্য লেখা, বলা বা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা সম্পূর্ণ নিষিদ্ধ।
আদালত আরও নির্দেশ দেন, ডিজিটাল প্ল্যাটফর্ম, সোশ্যাল মিডিয়া ও প্রিন্ট মিডিয়ায় কুমার শানু সম্পর্কে প্রকাশিত সব নেতিবাচক ও মানহানিকর কনটেন্ট অবিলম্বে সরিয়ে ফেলতে হবে। পাশাপাশি ভবিষ্যতে ব্যক্তিগত আক্রমণ থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয় তার প্রাক্তন স্ত্রীকে।
শুনানির সময় আদালত বলেন, সাক্ষাৎকারে ব্যক্তিগত আক্রমণ করা অনুচিত এবং তা মানহানির পর্যায়ে পড়ে। কুমার শানুর আইনজীবী জানান, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া বিভিন্ন সাক্ষাৎকারের কারণে শিল্পীর আর্থিক ও ব্যক্তিগত ক্ষতি হয়েছে। তবে ওই সাক্ষাৎকারগুলো সরিয়ে ফেলার জন্য করা একটি আবেদন আদালত খারিজ করে দেন।
মামলার পরবর্তী শুনানি আগামী ২৮ জানুয়ারি অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, গত বছর কুমার শানুর প্রাক্তন স্ত্রী তার বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তোলেন, যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। এর পরই মানহানির অভিযোগে আদালতের দ্বারস্থ হন কুমার শানু।
প্রসঙ্গত, ১৯৮৬ সালে কুমার শানু ও রিতার বিয়ে হয়। পরবর্তীতে তাদের বিচ্ছেদ ঘটে এবং ২০০১ সালে বিবাহবিচ্ছেদ চূড়ান্ত হয়। তাদের তিন সন্তান রয়েছে।




