ইউক্রেনের দুই শহরে হামলা রাশিয়ার, আহত ১৩
ডেস্ক রিপোর্ট :
প্রকাশিত হয়েছে : ২৪ জানুয়ারি ২০২৬, ১:১৩ অপরাহ্ণ
ইউক্রেনের রাজধানী কিয়েভ ও উত্তর-পূর্বাঞ্চলীয় খারকিভে হামলা চালিয়েছে রাশিয়া। হামলায় ১৩ জন আহত হয়েছেন।
আজ শনিবার (২৪ জানুয়ারি) ভোরে চালানো এই হামলা চালানো হয়।
কিয়েভের মেয়র ভিতালি ক্লিটসকো জানিয়েছেন, রাশিয়ার হামলায় সেখানে দুইজন আহত হয়েছেন। তাদের অবস্থা গুরুতর এবং তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
তিনি বলেন, ‘দিনিপ্রো নদীর ২ পাড়ে অবস্থিত কিয়েভের অন্তত দুইটি জেলায় হামলা হয়েছে।’
টেলিগ্রামে দেওয়া বার্তায় ক্লিটসকো লেখেন, ‘কিয়েভ ব্যাপক শত্রু হামলার সম্মুখীন।’
ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, রাজধানী লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র— দুইটিই ব্যবহার করা হয়েছে।
কিয়েভ সামরিক প্রশাসনের প্রধান তিমুর তাকাচেঙ্কো জানান, অন্তত ৩টি জেলায় ড্রোন হামলা হয়েছে, যার ফলে কমপক্ষে দুইটি স্থানে আগুন ধরে যায়।
এদিকে, রাশিয়া সীমান্ত থেকে মাত্র ৩০ কিলোমিটার দূরে অবস্থিত খারকিভেও একাধিক ড্রোন হামলা হয়েছে। শহরের মেয়র ইহোর তেরেখভ জানান, এসব হামলায় অন্তত ১১ জন আহত হয়েছেন।
তিনি বলেন, ‘ড্রোন হামলায় বাস্তুচ্যুতদের একটি ডরমিটরি, একটি হাসপাতাল ও একটি মাতৃসদন ক্ষতিগ্রস্ত হয়েছে।’
যুদ্ধ অবসানের লক্ষ্যে সংযুক্ত আরব আমিরাতে ইউক্রেন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের মধ্যে ২ দিনের আলোচনার প্রথম দিন শেষ হওয়ার পরপরই এই হামলাগুলো চালানো হল।





