‘মৃত্যু হলে আমার জানাজায় আসবেন’
নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ২৫ জানুয়ারি ২০২৬, ৪:০১ অপরাহ্ণ
হবিগঞ্জ-১ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে সদ্য বহিষ্কৃত সাবেক এমপি শেখ সুজাত মিয়া স্থানীয় বিএনপির নেতাকর্মী ও অঙ্গ-সহযোগী সংগঠনের সদস্যদের উদ্দেশে এক আবেগঘন বক্তব্য দিয়েছেন, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।
ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি বলেন, রাজনীতির পথচলায় মতভেদ থাকতেই পারে, তবে ব্যক্তিগত সম্পর্ক, ভ্রাতৃত্ব ও মানবিকতা যেন অটুট থাকে—এই প্রত্যাশাই তার। তিনি উল্লেখ করেন, মাত্র কয়েকদিন আগেও তিনি দলের একজন কর্মী হিসেবে সবার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছেন। আজ পরিস্থিতির পরিবর্তনে ভিন্ন অবস্থানে থাকলেও দলের নেতৃবৃন্দ ও সহযোদ্ধাদের প্রতি তার ভালোবাসা ও সম্মান অটুট রয়েছে।
স্ট্যাটাসে শেখ সুজাত মিয়া বলেন, “আমি আপনাদের সবাইকে চিনি, বুঝি। আমার কাছে কারো পরিচয় দিয়ে কথা বলতে হয় না। আজ আমি আপনাদের শূন্যতা গভীরভাবে অনুভব করছি। তবে আল্লাহ চাইলে ভবিষ্যতে আবার একসঙ্গে কাজ করার সুযোগ হবে—ইনশাআল্লাহ।” নিজেকে অনেকের মুরুব্বি হিসেবে উল্লেখ করে তিনি অনিচ্ছাকৃত কোনো ভুল হয়ে থাকলে তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ জানান।
তিনি আরও বলেন, “আজ আমি আপনাদের কাছে কিছুই চাই না—শুধু দোয়া চাই। দলের ভাই হিসেবে, একজন মুসলমান ভাই হিসেবে—আমার প্রতি কোনো ঘৃণা বা বিদ্বেষ রাখবেন না।”
সবচেয়ে আবেগঘন অংশে তিনি জীবন-মৃত্যুর প্রসঙ্গ টেনে বলেন, “হায়াত ও মউত আল্লাহর হাতে। যদি আমার মৃত্যু হয়, তাহলে অন্তত দলের ভাই হিসেবে আমার জানাজায় শরিক হবেন—এই অনুরোধ রইলো।”
উল্লেখ্য, দলের নির্দেশ অমান্য করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র এমপি প্রার্থী হওয়ায় সম্প্রতি বিএনপি শেখ সুজাত মিয়াকে দল থেকে বহিষ্কার করেছে।




