জৈন্তাপুরে ভারতীয় চোরাইপন্য পাচারকালে ২ নারী সহ আটক ৪
সাইফুল ইসলাম বাবু , জৈন্তাপুর:
প্রকাশিত হয়েছে : ২৫ জানুয়ারি ২০২৬, ৫:৩৪ অপরাহ্ণ
সিলেটের জৈন্তাপুর উপজেলায় জেলা ট্রাফিক পুলিশের নিয়মিত চেকপোস্টে দায়িত্বপালনকালে বিপুল পরিমাণ ভারতীয় চকলেট,বিস্কুট, মেহেদী পাচারকালে একটি হাইস মাইক্রোবাস সহ চার জনকে আটক করেছে মডেল থানা পুলিশ। আটক চারজনের মধ্যে দুইজন পুরুষ ও দুইজন নারী চোরাকারবারি রয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, রবিবার (২৫শে জানুয়ারি) জৈন্তাপুর মডেল থানা ফটক সংলগ্ন তামাবিল মহাসড়কে চেকপোস্ট বসিয়ে দায়িত্ব পালন করছিলো জেলা ট্রাফিক পুলিশের টিম।
এ সময় দুপুর ১:৩০ মিনিটে জেলা পুলিশের ট্রাফিক সার্জেন্ট দীনার আলি মুন্সির নেতৃত্বে সঙ্গীয় ট্রাফিক পুলিশের টিম জাফলং হতে সিলেট অভিমুখী ধূসর রংয়ের হাইস মাইক্রোবাস ( রেজি নং- ঢাকা মেট্রো -চ – ১৯-৬৮৮১) থামিয়ে কাগজাদী তল্লাশীকালে ট্রাফিক পুলিশের সন্দেহ হয়। পরে গাড়ীতে থাকা বিপুল পরিমাণ প্লাস্টিকের ব্যাগের উপস্থিতি দেখা মাত্র জৈন্তাপুর মডেল থানা পুলিশকে বিষয়টি অবগত করেন ট্রাফিক পুলিশ কর্মকর্তা।
পরে সন্দেহ ভাজন গাড়ীটি থানা কম্পাউন্ডে এনে মডেল থানা পুলিশ ও ট্রাফিক পুলিশের উপস্থিতিতে বিভিন্ন প্লাস্টিকের ব্যাগ হতে ভারতীয় চোরাই চকলেট সামগ্রী, বিস্কুট ও মেহেদী উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া পন্যের মধ্য ভারতীয় কিটক্যাট,স্নিকার,সাফারী,পার্ক,ওরিও বিস্কুট, কাবেরী মেহেদী, বেনজো,আমেরিকান কাউ ব্রান্ডের পন্য সামগ্রি ছিলো। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পন্যের সাথে থাকা ব্যাক্তিরা সীমান্ত অতিক্রম করে শুল্ক ফাঁকি দিয়ে আনা পন্য গুলো পাচার করে নিয়ে যাওয়ার কথা স্বীকার করেন। পুলিশ জানায় আটককৃত পন্যের বাজারমূল্য ৩ লক্ষ ৮৩ হাজার ৩৬০ টাকা সমপরিমাণ।
এ সময় গাড়ীতে থাকা পন্য পাচারকালে দুইজন নারী ও দুইজন পুরুষকে আটক করেছে পুলিশ।
আটককৃতদের পরিচয়, মোতাহার হোসেন (৪০)। তিনি ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলার চৌদুয়ার উত্তরপাড়া এলাকার ময়েজ উদ্দিনের পুত্র। অপরজন রবিউল আউয়াল রুবেল (৪০)। তিনি কুমিল্লা জেলার দেবিদ্বার থানাধীন ছোট শালঘর গ্রামের মৃত শফিকুল ইসলামের পুত্র।
আটক দুই নারীর হলেন,মমতাজ বেগম রত্না (৪৬)। তিনি বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ থানাধীন চর পশ্চিম গ্রামের মোঃ সালাম কবিরের স্ত্রী। অপরজন হলেন আনিছা রুমা (৩২)।তিনি ঢাকা ডিএমপি দক্ষিণখান এলাকার মোবারক হোসেনের স্ত্রী।
বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা। তিনি জানান উক্ত ঘটনায় পুলিশ বাদী হয়ে আটক চারজনকে আসামি করে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেছে। সোমবার আটককৃতদের পুলিশি পাহারায় আদালতে সোপর্দ করা হবে বলে তিনি নিশ্চিত করেছেন।





