গণভোটে ‘হ্যা’ জয়যুক্ত হলে মুক্তিযোদ্ধের অস্থিত্ব থাকবে না: রিয়াজ
মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ২৫ জানুয়ারি ২০২৬, ৬:০৬ অপরাহ্ণ
-১ (বড়লেখা ও জুড়ী) আসনের জাতীয় পার্টির সংসদ সদস্য প্রার্থী আহমেদ রিয়াজ উদ্দিন বলেন, গণভোটে ‘হ্যা’ জয়যুক্ত হলে মুক্তিযোদ্ধের অস্থিত্ব থাকবে না। মুক্তিযোদ্ধার কোনো সম্মান থাকবে না, মুক্তিযোদ্ধাদের গলায় জুতার মালা পরানো হবে। জুলাই আর একাত্তর এক নয়। ‘না’ মানে একাত্তর, ‘না’ মানে স্বাধীনতা যুদ্ধ, শহীদ প্রেসেডিন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। এগুলোর পক্ষে থাকলে গণভোটে ‘না’ ভোট দিতে হবে। তিনি বলেন, আসন্ন সংসদ নির্বাচনে জাতীয় পার্টিকে বিজয়ী করতে হবে।
বড়লেখা উপজেলার দক্ষিণভাগ বাজারে প্রথম নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তার এ বক্তব্যের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।
দক্ষিণভাগ ইউনিয়ন জাতীয় পার্টির সদস্যসচিব রুহুল আমিন বাবলুর সভাপতিত্বে ও উপজেলা যুবসংহতির আহ্বায়ক মাহমুদ হাসান সারোয়ারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন বড়লেখা উপজেলা জাতীয় পার্টির সহসভাপতি জামাল উদ্দিন শুনু, সাধারণ সম্পাদক বাবরুল হোসেন রিয়াজ, সাংগঠনিক সম্পাদক সুলেমান আহমদ, জুড়ী উপজেলা জাপার যুগ্ম আহ্বায়ক আনোয়ারুল ইসলাম আনু প্রমুখ।




