লাখাইয়ে ডেভিলহান্ট অপারেশনে যুবলীগ নেতা গ্রেপ্তার
লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ২৫ জানুয়ারি ২০২৬, ৬:৩০ অপরাহ্ণ
হবিগঞ্জের লাখাই থানা পুলিশের বিশেষ ‘ডেভিলহান্ট’ অভিযানে নাশকতার মামলার এজাহারভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত মো. কাউছার আহমদ (৪০) ৩নং মুড়িয়াউক ইউনিয়ন যুবলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
রোববার (২৫ জানুয়ারি) লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল হকের নির্দেশনায় প্রতিবেশী নাসিরনগর থানা এলাকায় এই বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন লাখাই থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কৃষ্ণ চন্দ্র মিত্র। সাথে ছিলেন এসআই মো. আখতারুজ্জামান, এসআই মো. আবু কাউছার ও পুলিশের একটি চৌকস দল।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নাসিরনগর থানা পুলিশের সহায়তায় ওই এলাকায় অভিযান চালিয়ে কাউছার আহমদকে গ্রেপ্তার করা হয়। তিনি মুড়িয়াউক গ্রামের মৃত আব্দুল হকের ছেলে।
তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, কাউছার আহমদ লাখাই থানায় গত ১৫ ডিসেম্বর (২০২৫) দায়েরকৃত একটি নাশকতা মামলার (মামলা নং-০৮) অন্যতম আসামি। তার বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩)/২৫ডি ধারায় নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে।
লাখাই থানার ওসি মো. জাহিদুল হক জানান, গ্রেপ্তারকৃত আসামিকে যথাযথ আইনি প্রক্রিয়ায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
তিনি আরও বলেন, এলাকায় অপরাধ দমন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের বিশেষ ‘ডেভিলহান্ট’ অপারেশন ও তল্লাশি অভিযান অব্যাহত থাকবে।




