জৈন্তাপুরে শিমের বস্তার ভেতরে গাঁজা পাচারকালে আটক -১
জৈন্তাপুর(সিলেট) প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ২৫ জানুয়ারি ২০২৬, ৮:১৮ অপরাহ্ণ
র্যাব-৯ এর অভিযানে সিলেটের জৈন্তাপুরে অভিনব কায়দায় শিমের বস্তার ভেতরে লুকিয়ে রাখা ১৬ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
র্যাব-৯, সদর কোম্পানি, সিলেটের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (২৫ জানুয়ারি ২০২৬ খ্রি). দুপুর আনুমানিক ১টা ২০ মিনিটে জৈন্তাপুর মডেল থানাধীন জৈন্তাপুর বাজার এলাকায় অবস্থানকালে জানতে পারে যে, নিজপাট ইউনিয়নের মেঘলী এলাকায় নয়াগাঙ নদীর পাড়ে কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।
প্রাপ্ত সংবাদের ভিত্তিতে র্যাবের আভিযানিক দল দুপুর আনুমানিক ১টা ৩৫ মিনিটে জৈন্তা জামেয়া ইসলামিয়া মহিলা মাদ্রাসার উত্তর পাশে নয়া নদীর পাড় এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি দুইটি শিমের বস্তা ফেলে পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়।
আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে সে জানায়, শিমের বস্তার ভেতরে মাদকদ্রব্য গাঁজা রয়েছে। পরবর্তীতে তার হেফাজতে থাকা দুইটি প্লাস্টিকের বস্তা তল্লাশি করে অভিনব কায়দায় শিম দ্বারা বেষ্টিত, খাকি রঙের স্কচ টেপে মোড়ানো অবস্থায় মোট ১৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তি হলেন—মোঃ জয়নাল আবেদীন (৭১),পিতা: মৃত নবাব আলী,সাং: লামনীগ্রাম, জৈন্তাপুর।
জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ব্যক্তি জানায়, সে সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছিল।
এ বিষয়ে র্যাব-৯, সিলেটের মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ বলেন, “মাদকের বিরুদ্ধে র্যাবের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে নিয়মিত গোয়েন্দা নজরদারি ও অভিযান পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও মাদক নির্মূলে র্যাব-৯ এর অভিযান অব্যাহত থাকবে।”
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরপূর্বক তাকে এবং জব্দকৃত আলামত সিলেট জেলার জৈন্তাপুর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।




