ধলাই নদীর বালু–পাথর রক্ষায় কোম্পানীগঞ্জে টাস্কফোর্সের অভিযান
কোম্পানীগঞ্জ (সিলেট) প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ২৫ জানুয়ারি ২০২৬, ৯:০০ অপরাহ্ণ
ধলাই নদী থেকে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন বন্ধে সিলেটের কোম্পানীগঞ্জে দিনব্যাপী অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। রোববার (২৫ জানুয়ারি) ভোলাগঞ্জ রোপওয়ে বাংকার, ধলাই সেতু ও দয়ার বাজার–সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন কোম্পানীগঞ্জ উপজেলা ভূমি কর্মকর্তা পলাশ তালুকদার। পুলিশ, বিজিবি ও উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা অভিযানে সহযোগিতা করেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, অভিযানে ১১০টি অবৈধ বারকি নৌকা ধ্বংস করা হয় এবং ১২টি নৌকা জব্দ করা হয়। ধলাই সেতু–সংলগ্ন এলাকায় লিস্টার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের কারণে সেতুর ক্ষতির আশঙ্কা তৈরি হওয়ায় সেখানে অভিযান জোরদার করা হয়। এ সময় চারটি লিস্টার মেশিন, দুটি বাল্কহেড ধ্বংস করা হয় এবং বালু উত্তোলনে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।
অভিযানকালে অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িত একজনকে আটক করা হয়। পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০২৩-এর ৪/১৫ ধারায় তাঁকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, সম্প্রতি ভোলাগঞ্জ রোপওয়ে, ধলাই সেতু ও কালাইরাগসহ বিস্তীর্ণ এলাকায় অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন বেড়ে গেছে। এ ছাড়া ভোলাগঞ্জ রোপওয়ে এলাকায় উপজেলা প্রশাসনের খণ্ডকালীন এক আলোকচিত্রী হামলার শিকার হয়ে আহত হওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এসব ঘটনার পরিপ্রেক্ষিতে অবৈধ বালু ও পাথর উত্তোলনকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী।
অভিযানের বিষয়টি নিশ্চিত করে উপজেলা ভূমি কর্মকর্তা পলাশ তালুকদার বলেন, ধলাই নদীর পরিবেশ রক্ষায় অবৈধ বালু ও পাথর উত্তোলনকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।




