জৈন্তাপুরে র্যাবের অভিযানে পাইপগান ও বিস্ফোরক উদ্ধার
জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ২৬ জানুয়ারি ২০২৬, ৭:০৬ অপরাহ্ণ
র্যাব-৯ এর অভিযানে সিলেটের জৈন্তাপুরে একটি দেশীয় তৈরি পাইপগান, ২০টি ইন্ডিয়ান পাওয়ার জেল ও ১১টি নন ইলেক্ট্রিক ডেটোনেটর উদ্ধার করা হয়েছে।
র্যাব-৯, সদর কোম্পানি, সিলেটের একটি আভিযানিক দল অস্ত্র উদ্ধারের বিশেষ অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ২৬ জানুয়ারি ২০২৬ খ্রি. রাত আনুমানিক ১টার দিকে সিলেট জেলার জৈন্তাপুর থানাধীন ১নং নিজপাট ইউনিয়নের লক্ষীপ্রসাদ এলাকায় নির্মাণাধীন একটি আখড়ার আশপাশে অভিযান পরিচালনা করে।
পরে রাত আনুমানিক ১টা ২৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে ব্যাপক তল্লাশির একপর্যায়ে পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় পাইপগান, ২০টি ইন্ডিয়ান পাওয়ার জেল এবং ১১টি নন ইলেক্ট্রিক ডেটোনেটর উদ্ধার করা হয়।
র্যাব সূত্র জানায়, উদ্ধারকৃত পাওয়ার জেল ও ডেটোনেটর উচ্চমাত্রার বিস্ফোরক তৈরিতে ব্যবহৃত হয়, যা নাশকতামূলক কর্মকাণ্ডে ব্যবহারের আশঙ্কা রয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি। সংশ্লিষ্টদের শনাক্ত ও গ্রেপ্তারে র্যাবের তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে উদ্ধারকৃত পাইপগান, পাওয়ার জেল ও ডেটোনেটর জিডিমূলে জৈন্তাপুর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ বলেন,“দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যে কোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে র্যাব-৯ এর গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধারকৃত অস্ত্র ও বিস্ফোরকের সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।”




