শ্রীমঙ্গলে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ২৬ জানুয়ারি ২০২৬, ৭:২৫ অপরাহ্ণ
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। রোববার (২৫ জানুয়ারি) সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে উপজেলার সাতগাঁও ইউনিয়নের গান্ধিছড়া খেলার মাঠের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলের দিকে স্থানীয়রা খেলার মাঠের পাশে একটি মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে শ্রীমঙ্গল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এ বিষয়ে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জহিরুল ইসলাম মুন্না জানান, স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত শুরু করা হয়েছে।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে লাশের পরিচয় পাওয়া যায়নি। পিবিআই ও সিআইডির সদস্যরা পরিচয় শনাক্তের জন্য নমুনা সংগ্রহ করছেন। নমুনা সংগ্রহ শেষে লাশটি ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।




