১০ দলীয় জোটে ভোট দিলে দুর্নীতিমুক্ত হবে দেশ: আব্দুল বাছিত আজাদ
বানিয়াচং (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ২৬ জানুয়ারি ২০২৬, ৭:৩১ অপরাহ্ণ
হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) ১০ দলীয় জোট প্রার্থী খেলাফত মজলিসের কেন্দ্রীয় আমির আল্লামা আব্দুল বাছিত আজাদ (বড়হুজুর) গত শনিবার (২৫ জানুয়ারি) দিনভর আজমিরীগঞ্জ উপজেলার জলসুখা ইউনিয়নের হাট বাজার, রাস্তা-ঘাট, ওলি-গলি চষে বেড়িয়েছেন।বিকালে বানিয়াচং নতুন বাজারে দেওয়াল ঘড়ি মার্কার প্রচার মিছিল অনুষ্ঠিত হয়, জনশ্রুতে মিছিলটি ঘন-মিছিলে রূপ নেয়।
সন্ধ্যার পর পুনরায় জলসুখা বাজারে নির্বাচনী পরামর্শ সবা অনুষ্ঠিত হয়। পূথক স্থানে বক্তৃতায় আব্দুল বাছিত আজাদ বলেন, ১০ দলয়ি জোট সরকার গঠন করলে বিপ্লবী কোটি ছাত্র-জনতার সপ্ন বাস্তবায়ন করা হবে। আপনারা সারাদেশে ১০ দলীয় জোট প্রার্থীদের দয়া করে ভোট দেবেন, আমরা চাঁদাবাজ-দখলবাজমুক্ত নতুন বাংলাদেশ উপহার দেব ইনশাআল্লাহ।দেওয়াল ঘড়ি মার্কার গণ-সংযোগ, প্রচার মিছল ও পথসভায় ১০ দলীয় জোট লিয়াজু কমিটির আহবায়ক সৈয়দ মুশাহিদ আলী এবং সদস্য সচিব মাওলানা হাবিবুর রহমান, বানিয়াচং উপজেলা জামায়াতে আমির ডা. খন্দকার তালেব উদ্দিন, আজমিরীগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা নাসির উদ্দন চৌধুরী, খেলাফত মজলিসের সেক্রেটারী মাওলানা আব্দুল মুকিত ছালেহ, জামায়াত নেতা শফিকুর রহমান ঠাকুর, প্রমুখ।




