নির্বাচন বানচালের চক্রান্তে পা না দেওয়ার আহ্বান-আরিফুল হক চৌধুরী
সাইফুল ইসলাম বাবু , জৈন্তাপুর:
প্রকাশিত হয়েছে : ২৭ জানুয়ারি ২০২৬, ৯:০২ অপরাহ্ণ
ইসলামী মূল্যবোধ ও ধর্মীয় অনুশাসন মেনে নারীদের উন্নয়ন ও কর্মসংস্থান নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন বিএনপি মনোনীত সিলেট-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সাবেক মেয়র জননেতা আরিফুল হক চৌধুরী।
তিনি বলেন, দেশের অর্থনৈতিক সমৃদ্ধিতে নারীদের অবদান অনস্বীকার্য। পরিবারের অভাব-অনটন দূর করতে নারীদের স্বাবলম্বী করে গড়ে তুলতে হবে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি ২০২৬) জৈন্তাপুর উপজেলার চিকনাগুল ইউনিয়ন, ৫নং ফতেপুর (হরিপুর) ইউনিয়ন ও ২নং জৈন্তাপুর ইউনিয়নে দিনব্যাপী আয়োজিত গণসংযোগ ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আরিফুল হক চৌধুরী বলেন, “ইসলাম নারীকে যথাযোগ্য সম্মান ও অধিকার দিয়েছে। আমাদের মা-বোনদের ঘরের কোণে বন্দি না রেখে ইসলামী মূল্যবোধের গণ্ডির ভেতরে থেকেই দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলতে হবে।” তিনি আরও বলেন, নারীরা কারিগরি শিক্ষা ও সৃজনশীল কাজের মাধ্যমে স্বাবলম্বী হলে সমাজে তাদের মর্যাদা বৃদ্ধি পাবে, পরিবারে স্বচ্ছলতা ফিরে আসবে এবং হানাহানি ও অশান্তি কমে আসবে।
তিনি নারীদের জন্য নিরাপদ ও শান্তিপূর্ণ কর্মপরিবেশ নিশ্চিত করার ওপর জোর দিয়ে বলেন, ঘরে বসেই কুটিরশিল্প, বুটিকস, অনলাইন ব্যবসা পরিচালনা ও সরকারি বিভিন্ন সেবা গ্রহণের সুযোগ তৈরি করতে হবে। বর্তমান যুগে অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে নারীরা সহজেই আয়মুখী কর্মকাণ্ডে যুক্ত হতে পারেন।
নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, দীর্ঘ ১৮ বছর পর সাধারণ মানুষ ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন। তাই শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে সর্বস্তরের মানুষকে ভোটকেন্দ্রে আনতে হবে। তিনি সতর্ক করে বলেন, “নির্বাচন বানচালের চেষ্টা হতে পারে। বিএনপির সকল নেতাকর্মীকে সজাগ ও সচেতন থাকতে হবে, কোনো চক্রান্তে পা দেওয়া যাবে না।”
এ সময় পৃথক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন
বিএনপির কেন্দ্রীয় ঋণবিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, সিলেট জেলা বিএনপির উপদেষ্টা আব্দুস শুকুর, এবিএম জাকারিয়া, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমদ সিদ্দিকী,
তাঁতীদলের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ফয়েজ আহমদ দৌলত, জেলা তাঁতী দলের বিষয়ক সম্পাদক আব্দুল মালেক, সদস্য সচিব আলতাফ হোসেন বিলাল, মহানগর কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মোসারফ হোসেন,
জৈন্তাপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রশীদ, সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ, সাংগঠনিক সম্পাদক ইন্তাজ আলী, সাবেক সাধারণ সম্পাদক মুহিবুল হক মুহিব, দরবস্ত ইউনিয়নের চেয়ারম্যান বাহারুল আলম বাহার,
সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আফজাল হোসেন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ চিকনাগুল ইউনিয়নের সভাপতি ক্বারী মাওলানা আব্দুর রউফ, সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মালেক,
চিকনাগুল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আহমদ আলী, ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি মছদ্দর আলী মেম্বার, মাওলানা আব্দুল গণি, বিএনপি নেতা শফিক আহমদ, ৬নং ওয়ার্ডের সাবেক মেম্বার ছয়ফুদ্দিন,
৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি আফতাব আলী, বিএনপি নেতা মাহমুদুর রশীদ, ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি ফরিদ আহমদ, সাধারণ সম্পাদক ইসলাম উদ্দিন, সামছুজ্জামান চৌধুরীসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।




