জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে আরিফুল হক চৌধুরীর মতবিনিময়
সাইফুল ইসলাম বাবু , জৈন্তাপুর:
প্রকাশিত হয়েছে : ২৭ জানুয়ারি ২০২৬, ১০:০৬ অপরাহ্ণ
সিলেটের জৈন্তাপুর উপজেলায় জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট -৪ আসন হতে বিএনপি দলীয় ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বীতাকারী সংসদ সদস্য পদপ্রার্থী ও সাবেক সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী।
মঙ্গলবার (২৭শে জানুয়ারি) সন্ধ্যা ৮:৩০ মিনিটে জৈন্তাপুর সদরে মা মার্কেটে জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের অস্হায়ী কার্যালয়ে ক্লাবের সাংবাদিকদের সাথে তিনি মতবিনিময় করেন।
এ সময় তিনি ক্লাবে এসে পৌছালে জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের সভাপতি মঈনুল মুরসালিন রুহেল ও সাধারণ সম্পাদক রেজওয়ান করিম সাব্বির সহ সাংবাদিকবৃন্দ তাকে অভ্যর্থনা জানান।
পরে মতবিনিময় সভায় সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি বলেন,আসন্ন জাতীয় সংসদ নির্বাচন জাতির জন্য আশা আকাঙ্খা বাস্তবায়নের একটি অংশ। দীর্ঘ দেড় যুগ পরে জাতি একটি ঐতিহাসিক মূহুর্তের সাক্ষী হতে যাচ্ছে। তাই নির্বাচনকে ঘিরে এই সময়টা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ করতে ও যেকোন ষড়যন্ত্র রূখে দিতে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের কোন বিকল্প নেই। আর গুরুত্বপূর্ণ কাজ গুলো করার নৈতিক দায়িত্ব পালন করবেন সাংবাদিক ও সংবাদকর্মীরা।
তিনি বলেন জৈন্তাপুর তথা সিলেট -৪ আসনের জনপদ ও মানুষের মৌলিক উন্নয়ন নিয়ে অনেক মেগা পরিকল্পনা রয়েছে আমার। বিশেষ করে অবহেলিত এই জনপদে যোগাযোগ ক্ষেত্রে উন্নয়ন, যুব ও নারীদের কর্মসংস্থান নিশ্চিত ও শিক্ষা ক্ষেত্রে বিশেষ করে কর্মমুখী শিক্ষার উন্নয়নে আমি কাজ করে যেতে চাই। আর আমার এই মেগা পরিকল্পনা বাস্তবায়ন ও সাধারণ মানুষের নিকট এই বার্তা ও সংবাদটুকু পৌঁছে দিতে আমি জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের সকল সাংবাদিকদের সহযোগিতা কামনা করছি।
এ সময় মত বিনিময় সভায় জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক গণমানুষের জন্য উন্নয়ন কাজ ও মৌলিক অধিকার বাস্তবায়নে নিজ নিজ অবস্থান থেকে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মধ্য দিয়ে আরিফুল হক চৌধুরীকে সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।
এ সময় মত বিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন জামেয়া আরাবিয়া ইমদাদুল উলুম লামনীগ্রাম মাদ্রাসার মুহতামিম হযরত মাওলানা আবদুল জব্বার (দাঃবা), সিলেট মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইশতিয়াক সিদ্দিকী, জৈন্তাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ, সাংগঠনিক সম্পাদক ইন্তাজ আলী, জেলা তাঁতী দলের সদস্য সচিব আলতাফ হোসেন বিলাল, ৪ নং দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহারুল আলম বাহার, উপজেলা বিএনপির সাবেক সহ সম্পাদক মাসুক আহমেদ, ইউপি সদস্য হুমায়ুন কবির খান, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক আবুল হাসিম সহ অন্যান্যরা।
এ সময় মতবিনিময় সভায় জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের অর্থ সম্পাদক সাজ উদ্দিন সাজু, কার্যকারী কমিটির সদস্য সাইফুল ইসলাম বাবু, তোফায়েল আহমেদ, মোহাম্মদ আবদুল্লাহ্,মুরাদ হাসান, ইমাম উদ্দিন,শোয়েব রানা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।




