জৈন্তাপুরে গোয়ালঘরে ফাঁস দিয়ে বৃদ্ধার আত্মহত্যা
সাইফুল ইসলাম বাবু , জৈন্তাপুর:
প্রকাশিত হয়েছে : ২৮ জানুয়ারি ২০২৬, ১:০৩ পূর্বাহ্ণ
সিলেটের জৈন্তাপুর উপজেলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন এক বৃদ্ধা নারী। নিহতের নাম মাধবী কর্মকার (৬০)। তিনি জৈন্তাপুর থানাধীন ৬নং চিকনাগুল ইউনিয়নের হাবিব চা বাগানের হাবীব নগর এলাকার বাসিন্দা এবং মৃত চিমল কর্মকারের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার ২৭ জানুয়ারি ২০২৬ খ্রি. আনুমানিক বিকেল ৫টা থেকে ৬টা ১৫ মিনিটের মধ্যে যেকোনো এক সময়ে বসতঘর সংলগ্ন গোয়ালঘরের আড়ার সঙ্গে শাড়ি পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন মাধবী কর্মকার।
পরে স্বজনরা বিষয়টি জানতে পেয়ে স্থানীয়দের সহায়তায় পুলিশকে খবর দেন।
খবর পেয়ে জৈন্তাপুর থানার অফিসার ইনচার্জ সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন।
জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা বলেন, এ ঘটনায় জৈন্তাপুর থানায় একটি অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মৃতের ময়নাতদন্ত ও তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।



