নির্বাচিত হলে শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার বৈপ্লবিক পরিবর্তন ঘটাবো।- ডাঃ জীবন
বানিয়াচং প্রতিনিধি ::
প্রকাশিত হয়েছে : ২৮ জানুয়ারি ২০২৬, ৯:২৪ অপরাহ্ণ
সংসদ সদস্য নির্বাচিত হলে শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার বৈপ্লবিক পরিবর্তন ঘটাবো। যা কাজ হবে তা টেঁকসই ও মজবুত।
কৃষি ও মৎস্য ক্ষেত্রে আধুনিকায়ন হবে। থাকবে প্রত্যেকটি কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা। প্রেস কনফারেন্সের মাধ্যমে বুধবার (২৮ জানুয়ারী) সকাল সাড়ে ১০টায় কামাল খানীস্থ হাসান মঞ্জিলে এসব কথা বলেছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনে সংসদ সদস্য পদ প্রার্থী ডা. সাখাওয়াত হাসান জীবন।
তিনি আরও বলেন, পরিবেশের ভারসাম্য ঠিক রাখতে খাল ও নদী-নালা এবং জলাশয় খনন করা হবে। কৃষি ও ফ্যামিলি কার্ড উপযুক্ত লোকগুলো পাবে। ভিন্নমত দমন করা হবে না। যারা প্রকৃত অপরাধী তাদের বিচার নিশ্চিত করা হবে এবং যারা নিরপরাধ তাদের হয়রানি করা হবে না। ভিন্ন ধর্মাবলম্বী ব্যক্তিগণ স্বাধীনভাবে ধর্মীয় কাজ ও সামাজিক কার্যক্রম বাধাহীনভাবে করতে পারবেন।
এ ক্ষেত্রে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে তাকে বিজয়ী করার আহবান জানানো হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি মুজিবুল হোসেন মারুফ, সাবেক আহবায়ক আলহাজ্ব লুৎফুর রহমান, সাবেক যুগ্ম আহবায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান শেখ বশির আহমদ, সাবেক সাধারণ সম্পাদক ওয়ারিশ উদ্দিন খান ও ফরহাদ হোসেন বকুল,
উপজেলা জমিয়তের সিনিয়র সহ-সভাপতি মাওলানা আব্দুল জলিল ইউসুফী ও সাধারণ সম্পাদক মাওলানা শেখ বশির আহমদ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ খালেদ মিয়াসহ বিভিন্ন প্রিন্টও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।




