শিক্ষা ও কর্মসংস্হান সৃষ্টিতে গুরুত্ব দেয়া হবে-আরিফ চৌধুরী
কোম্পানীগঞ্জ প্রতিনিধি::
প্রকাশিত হয়েছে : ২৯ জানুয়ারি ২০২৬, ২:১৩ পূর্বাহ্ণ
সিলেটে-৪ কোম্পানীগঞ্জ -গোয়াইনঘাট-জৈন্তা সংসদীয় আসনে বি,এন,পি প্রার্থী ধানের শীষের প্রচারণা নিয়ে দিনব্যাপী গণসংযোগ, পথসভা ও নির্বাচনী জনসভায় বক্তব্য প্রদান করেছেন সংসদ সদস্য পদপ্রার্থী আরিফুল হক চৌধুরী। এতে ভোলাগঞ্জ মহাসড়ক সংলগ্ন মাঠে নির্বাচনী জনসভায় বিকাল ৪ টায় প্রধান অতিথির বক্তব্যে আরিফুল হক চৌধুরী বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সংগঠন, জাতীয়তাবাদী দল বি,এন,পি দেশ পরিচালনায় অভিজ্ঞতা রয়েছে। সেজন্য এলাকার সার্বিক উন্নয়নের জন্য সিলেট -৪ আসনে ধানের শীষ প্রতীকে ভোট প্রদানের আহবান জানান। তিনি কোম্পানীগঞ্জে শিক্ষা, বৃহৎ কর্মসংস্হান,রাস্তাঘাট সংস্কার ও গুরুত্বপূর্ণ সেতু নির্মাণ সৃষ্টিতে নির্বাচিত হলে কাজ করতে ইনশাআল্লাহ বদ্ধপরিকর বলে এলাকাবাসীকে আশ্বস্ত করেন তিনি।
২৮শে জানুয়ারি (বুধবার) সকাল থেকেই জনসংযোগ ও পথসভা শুরু করেন আরিফুল হক চৌধুরী ইসাকলস ইউনিয়ন ও চাটিবহর এলাকায়। দুপুরে কোম্পানীগঞ্জ সদরস্হ রাহমানিয়া মাদ্রাসায় কোম্পানীগঞ্জ উপজেলা জমিয়তের আয়োজনে সভায় যোগদান করেন। বিকেলে ভোলাগঞ্জ,কোম্পানীগঞ্জ গ্রাম, সন্ধ্যাপর তেলীখাল বাজার ও দলইরগাও বাজারে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন আরিফুল হক চৌধুরী।
পথসভা,গণসংযোগ দিনব্যাপী কর্মসূচীতে উপস্থিত ও বক্তব্য রাখেন, জেলা বিএনপির উপদেষ্টা শুকুর আহমেদ,এডভোকেট কামাল হোসাইন,কোম্পানীগঞ্জ উপজেলা বি, এন,পি’র ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল মনাফ (মনাফ হাজী)সদ্য সাবেক সভাপতি হাজী মোঃ শাহাব উদ্দিন,সিনিয়র সহ-সভাপতি শওকত আলী বাবুল,সহ-সভাপতি হাজী আবুল বশর,সিলেট মহানগর বিএনপির সহ- সভাপতি সাদিক রহমান,কোম্পানীগঞ্জ উপজেলা বি,এন,পির সেক্রেটারি আলী আকবর,যুগ্ম সম্পাদক এডভোকেট ফরহাদ খন্দকার, জেলা তাতী দলের আহবায়ক ফয়েজ আহমেদ দৌলত, সেক্রেটারি আলতাফ হোসেন বেলাল,উপজেলা জমিয়তের সভাপতি মুফতী আব্দুল মোছাব্বির, সেক্রেটারি মাওলানা হোসাইন আহমদ, আমেরিকা প্রবাসী হাজী আব্দুর রকিব, সাবেক ভাইস চেয়ারম্যান লাল মিয়া, সাবেক উপজেলা বি এন,পির সেক্রেটারি আমেরিকা প্রবাসী হাজী সৈয়দ আলী, সহ যুগ্ম সম্পাদক মনির হোসেন ও ফখরুল ইসলাম মেম্বার, সাংগঠনিক সম্পাদক নুরুল মুত্তাকীন বাদশা,সহ-সাংগঠনিক মোঃ বজলু মিয়া,সহমুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ইকবাল হোসেন আরিফ, বানিজ্য বিষয়ক সম্পাদক উসমান খা, জিসাস জেলা শাখার সভাপতি জয়নাল আবেদীন, পশ্চিম ইসলামপুর ইউ পি শাখা বি,এন,পি সভাপতি হাজী আনোয়ার হোসেন রবি, উপজেলা যুবদলের আহবায়ক সাজ্জাদ হোসেন দুদু,উপজেলা মুক্তিযুদ্ধা দলের সভাপতি আজির উদ্দিন মেম্বার, সাংগঠনিক সম্পাদক মাষ্টার নিজাম উদ্দিন, যুবদল
যুগ্ম আহবায়ক মোঃ গিয়াস উদ্দিন, রজন মিয়া, রাইসুল রাজন,যুবদল সদস্য ইফতেখার মাহমুদ পাভেল, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এডভোকেট আলা উদ্দিন, শ্রমিক দল সভাপতি আবুল বাশার বাদশা, তাতী দলের আহবায়ক মোঃ তাজ উদ্দিন আহমেদ,যুগ্ম আহবায়ক মোঃ সোহেল রানা,উপজেলা ছাত্রদল সদস্য সচিব ইকবাল হোসেন, সাইফুর রহমান ডিগ্রি কলেজ ছাত্রদল সভাপতি সোহান সারোয়ার প্রমূখ।




