মাধবপুরে প্রায় দেড় কোটি টাকার ভারতীয় চোরাইপণ্য জব্দ
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ২৯ জানুয়ারি ২০২৬, ৯:৩৩ অপরাহ্ণ
হবিগঞ্জের মাধবপুর উপজেলার পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে প্রায় ১ কোটি ৩০ লাখ টাকা মূল্যের ভারতীয় জিরা, কসমেটিক্স ও মশার কয়েল জব্দ করেছে করেছে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)।
বুধবার রাতে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)র এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান বুধবার হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)র একটি আভিযানিক দল গোপন সূত্রে খবর পেয়ে হবিগঞ্জের মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে একটি কাভাড-ভ্যান আটক করে তল্লাশী চালিয়ে বিপুল পরিমাণ কসমেটিক্স ও মশার কয়েল জব্দ করেন।
অপর দিকে একই দিন ঢাকা-সিলেট মহাসড়ক (পুরাতন সাতছড়ি-তেলিয়াপাড়ার মাঝামাঝি স্থানে অভিযান চালিয়ে একটি কাভাড-ভ্যান আটক করে তল্লাশী চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় জিরা জব্দ করে। জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য প্রায় ১ কোটি ৩০ লাখ টাকা। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।




