আচরণবিধি লঙ্ঘন : সুনামগঞ্জে যুবদল নেতাকে ৩ হাজার টাকা জরিমানা
ধর্মপাশা - মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ২৯ জানুয়ারি ২০২৬, ৯:৪৪ অপরাহ্ণ
সুনামগঞ্জের মধ্যনগরে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে মোটরসাইকেল শোডাউন করার দায়ে এমএ শহীদ নামে এক যুবদল নেতাকে ৩হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে ভ্রাম্যমাণ আদালতের বিচার ও উপজেলা সহকারী কমিশনার (ভুমি) সঞ্জয় ঘোষ মধ্যনগর-ধর্মপাশা সড়কে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে উপজেলা যুবদলের সহ বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এমএ শহীদের নেতৃত্বে প্রায় ৩ শতাধিক মোটরসাইকেল নিয়ে রাস্তায় জনদূর্ভোগ সৃষ্টি করে একটি বিশাল শোডাউন বের করা হয়। পরে শোডাউনটি ধর্মপাশা উপজেলা বাদশাগঞ্জ হয়ে পূনরায় মধ্যনগর উপজেলা সদরের প্রবেশ করার সময় ভ্রাম্যমাণ আদালত রাস্তায় ওই শোডাউনটি আটকিয়ে যুবদল নেতা এমএ শহীদের কাছ থেকে ৩ হাজার টাকা জরিমানা আদায় করেন। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের বেআইনি কর্মকাণ্ড থেকে বিরত থাকতে সকলকেই সতর্ক করা হয়।
এ বিষয়ে জানতে উপজেলা যুবদলের সহ বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এমএ শহীদের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি ফোন না ধরায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।




