কমলগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা সভা

নির্মল এস পলাশ, কমলগঞ্জ
প্রকাশিত হয়েছে : ০৫ আগস্ট ২০২৫, ১২:৫৭ অপরাহ্ণজুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৫ উদযাপনে কমলগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে সকাল ১১ টা আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ্র সূত্র ধর এর সভাপতিত্বে ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পাল এর সঞ্চালনায় বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে প্রতিনিধি ভুইয়া রাজন রেজা, সাংবাদিক নির্মল এস পলাশ,উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাসুক মিয়া, উপজেলা বিএনপির আহব্বায়ক চেয়ারম্যান অলি আহমদ খান, উপজেলা বিএনপি যুগ্ম আহব্বায়ক আবুল হোসেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক চেয়ারম্যান গোলাম কিবরিয়া শফি, কমলগঞ্জ উপজেলা প্রকৌশলী সাইফুল আযম,উপজেলা কৃষি কর্মকর্তা জয়ন্ত কুমার রায় প্রমুখ ।
ছাত্র-জনতার গণআন্দোলনে ২০২৪ সালের ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের মধ্য দিয়ে আওয়ামী লীগের ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার অবসান ঘটে।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,শিক্ষক,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, সাংবাদিক, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণী পেশায় মানুষজন ।