গণ-অভ্যুথানের বর্ষপূর্তিতে কমলগঞ্জে বিএনপির বিজয় র্যালি

কমলগঞ্জ প্রতিনিধি:
প্রকাশিত হয়েছে : ০৫ আগস্ট ২০২৫, ৮:৫৮ অপরাহ্ণ
ছাত্র-জনতার ঐতিহাসিক গণ-অভ্যুথানের বর্ষপূর্তিতে বিজয় র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট) বিকা ৫ টায় বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি, কমলগঞ্জ উপজেলার সব অঙ্গ ও সহযোগী সংগঠন এ র্যালি ও সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করে।
কমলগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহব্বায়ক আবুল হোসেন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব) এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহব্বায়ক চেয়ারম্যান অলি আহমদ খান ।
প্রধান অতিথি বক্তব্যে বলেন জুলাই গণঅভ্যুত্থান আমাদের অনেক নেতা কর্মী শহীদ হয়েছেন জুলাই কারো একার নয়। সব ষড়যন্ত্র মোকাবেলা করতে বিএনপি সব অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানান ।
বিজয় র্যালিতে বাদ্যযন্ত্র বাজিয়ে আনন্দ উল্লাসে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকার নেতাকর্মীরা অংশগ্রহণ করেন ।
র্যালি কমলগঞ্জ রেলওয়ে স্টেশন এলাকা থেকে শুরু করে শহরের বিভিন্ন সড়ক ঘুরে উপজেলা চৌহমুনা চত্ত্বরে শেষ হয় ।