বানিয়াচংয়ে সেনাবাহিনীর অভিযানে দেশীয় মদ ব্যবসায়ী গ্রেফতার

বানিয়াচং প্রতিনিধি:
প্রকাশিত হয়েছে : ২২ আগস্ট ২০২৫, ৫:০১ অপরাহ্ণহবিগঞ্জের বানিয়াচংয়ে সেনাবাহিনীর অভিযানে কৃষ্ণ রবি দাস (৪৫) নামে এক দেশীয় মদ ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামী হলো উপজেলা সদরের ৩নং দক্ষিণ-পূর্ব ইউনিয়নের অন্তর্গত দোয়াখানি গ্রামের সম্বু রবি দাসের পুত্র।
গতকাল বৃহস্পতিবার রাত ১০টা ২০ মিনিট থেকে ভোর রাত ১টা ৩০ মিনিট পর্যন্ত বানিয়াচং উপজেলা পরিষদের আর্মি ক্যাম্পের (০৬ বীর) বিএ-৯৫২৬ মেজর কাজী ফয়সাল আহমেদের নেতৃত্বে সেনাবাহিনী এ অভিযান পরিচালনা করে তাকে আটক করেন। তবে অভিযানের সময় তার এক সহযোগী পালিয়ে যায়।
এসময় দেশীয় ১২ লিটার মদ, ১৪০ লিটার মদের ওয়াস ও ৪টি মোবাইল ফোন জব্দ করা হয়।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে এ চক্রটি গ্রামাঞ্চলে দেশী মদ সরবরাহ করে যুব সমাজকে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছিল।
অভিযানের খবর ছড়িয়ে পড়লে এলাকায় স্বস্তি ফিরে আসে। স্থানীয়দের আশা, এমন ধারাবাহিক সেনা অভিযান অব্যাহত থাকলে মাদক ব্যবসার শিকড় উপড়ে ফেলা সম্ভব হবে।
এ ব্যাপারে বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা তথ্যটি নিশ্চিত করে জানান, ডিউটি অফিসার এসআই শক্তি পদ এর কাছে হস্তান্তরের পর আসামীর বিরুদ্ধে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।