সিলেটে সীমান্ত থেকে ৪টি অবৈধ এয়ার গান উদ্ধার
সাইফুল ইসলাম বাবু , জৈন্তাপুর:
প্রকাশিত হয়েছে : ২৫ আগস্ট ২০২৫, ১২:৫০ পূর্বাহ্ণ
সিলেটের গোয়াইনঘাট উপজেলার সীমান্তবর্তী জাফলং চা-বাগান সংলগ্ন কাটারী এলাকায় বিশেষ অভিযানে ভারতীয় অবৈধ চারটি এয়ার গান উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর একটি বিশেষ টহলদল শনিবার (২৪ আগস্ট) ভোররাতে অভিযানে যায়। রাত ১টার দিকে বিজিবি সদস্যরা কৌশলগত অবস্থান নিলে চোরাকারবারীরা তা টের পেয়ে পালিয়ে যায়। পরে ভোর ৬টার দিকে এলাকায় তল্লাশি চালিয়ে ৪টি অবৈধ এয়ার গান উদ্ধার করা হয়।
এ বিষয়ে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মোহাম্মদ নাজমুল হক বলেন, “উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্ত এলাকায় নিরাপত্তা রক্ষা, চোরাচালান, মাদক ও অস্ত্র পাচার প্রতিরোধে বিজিবির অভিযান এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় চারটি ভারতীয় অবৈধ এয়ার গান উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত অস্ত্রের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।





