গোয়াইনঘাট ফুলতৈলছগামে ঘর থেকে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
গোয়াইনঘাট প্রতিনিধি:
প্রকাশিত হয়েছে : ৩১ আগস্ট ২০২৫, ৩:১৯ অপরাহ্ণ
সিলেটের গোয়াইনঘাট উপজেলার তোয়াকুল ইউনিয়নের ফুলতৈলছগাম হইতে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে সালুটিকর তদন্ত কেন্দ্রের পুলিশ। সে ফুলতৈলছগাম সৌদি প্রবাসী ছয়দুর রহমানের স্ত্রী হোসনেয়ারা বেগম (৩০)। তার ৩/৪ বছরের ছোট দুটি শিশু রয়েছ। যাহাদের নাম মেয়ে প্রীতি(৪) ও ছোট ছেলে লাবিব (৩)। ঘটনা ঘটেছে গতকাল রাতে।
রোববার ৩১ আগষ্ট দুপুরে সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ মহিলার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।
স্হানীয়দের সাথে কথা বলে এই ঘটনার কোন কারন জানা যায়নি। তারা জানান পারিবারিকভাবে তাদের কোন ঝগড়া-বিবাদ নেই।পৃথক ফ্যামিলি স্বামী বিদেশে থাকেন। সকাল ৮ টায় দুই শিশুর চিৎকারে বাড়ির মানুষ গিয়ে দরজা খুলতে চাইলে দুই দিকের দরজা বন্ধ দেখে দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে ঝুলন্ত লাশ দেখে পুলিশের খবর দেন। পরে পুলিশ গিয়ে তার (মহিলার) ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।
সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের সাব ইন্সপেক্টর শাহাব উদ্দিন ঘটনাস্থল থেকে বলেন,আমারা খবর পেয়ে এসে লাশের সুলতাহল রিপোর্ট তৈরি করেছি এবং বিভিন্নজনের এজহার নিয়েছি।লাশের গলায় রশি পেঁচানো ছিল,ভিকটিমের মোবাইল উদ্ধার করে লাশ ময়না তদন্তের জন্য পাঠানো হচ্ছে।





