সিলেটে বিজিবির অভিযানে ভারতীয় গরু-মহিষসহ অবৈধ মালামাল জব্দ
সাইফুল ইসলাম বাবু , জৈন্তাপুর:
প্রকাশিত হয়েছে : ০২ সেপ্টেম্বর ২০২৫, ৮:৫৮ অপরাহ্ণ
বর্ডার গার্ড বাংলাদেশ, জকিগন্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)র অভিযানে জৈন্তাপুর, কানাইঘাট, জকিগন্জ উপজেলার বিভিন্ন সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে গরু,মহিষ ও ভারতীয় চোরাইপন্য আটক করা হয়েছে।
১৯ বিজিবির এক প্রেস রিলিজে বলা হয়, গত ১লা সেপ্টেম্বর ২০২৫ তারিখে রাতে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সিলেট সেক্টরের অধীনস্থ জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এর দায়িত্বাধীন সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার জৈন্তাপুর বিওপি’র একটি বিশেষ আভিযানিক টহল দল সীমান্তের শূন্য লাইন হতে ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ঘিলাতৈল এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে বিজিবি’র টহল দল মালিকবিহীন অবস্থায় ভারতীয় মহিষ ০৮ টি আটক করে। আটককৃত পন্যের এর সিজারমূল্য ৮,০০,০০০/- (আট লক্ষ) টাকা।
এছাড়াও অদ্য ২রা সেপ্টেম্বর ২০২৫ তারিখ গুয়াবাড়ি, সুরাইঘাট ও লক্ষীবাজার বিওপি’র পৃথক পৃথক আভিযানিক টহল দল জৈন্তাপুর, কানাইঘাট, জকিগঞ্জ উপজেলার সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ভারতীয় গরু ০৫ টি, পাতার বিড়ি ৭২৮০ পিস এবং জিরা ৭৫ কেজি আটক করতে সক্ষম হয়।
আটককৃত মালামালের সিজারমূল্য ৮,৩৯,০০০/- (আট লক্ষ ঊনচল্লিশ হাজার) টাকা সমপরিমাণ।
বিজিবি জানায়, গত দুইদিনের উভয় অভিযানের মাধ্যমে আটককৃত মালামালের সর্বমোট সিজার মূল্য ১৬,৩৯,০০০/- (ষোল লক্ষ ঊনচল্লিশ হাজার) টাকা সমপরিমাণ।
এ বিষয়ে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল জুবায়ের আনোয়ার পিএসসি বলেন বিজিবি কর্তৃক সীমান্তের সুরক্ষা নিশ্চিতকল্পে গোয়েন্দা তৎপরতাসহ চোরাচালান বিরোধী অভিযান চলমান রয়েছে এবং এরই অংশ হিসেবে উপরোক্ত অভিযান পরিচালনা করা হয়েছে। জব্দকৃত ভারতীয় ঔষধ কাস্টমস্ এ জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন। সীমান্ত সুরক্ষায় বিজিবি’র এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।





