লিটন ঝড়ের পর সিলেটে বৃষ্টি

সিলেট আই ডেস্ক ::
প্রকাশিত হয়েছে : ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১:৪৮ পূর্বাহ্ণনেদারল্যান্ডসের বিপক্ষে দুই ম্যাচ জিতে ইতোমধ্যেই সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। তবে দুই ম্যাচেই রান তাড়া করে জিতেছে টাইগাররা। সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে প্রথমবারের মতো আগে ব্যাট করতে নেমে উড়ন্ত শুরু করেছে বাংলাদেশ। বিশেষ করে অধিনায়ক লিটন দাস রীতিমতো ঝড় তুলেছেন!
তবে হঠাৎ লিটনের ঝড় থামিয়ে সিলেটে হানা দিয়েছে বৃষ্টি। ফলে আপাতত বন্ধ আছে ম্যাচ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৪ ওভার ১ বল খেলে বাংলাদেশের সংগ্রহ এক উইকেটে ৬০ রান। মাত্র ১৬ বলে ৫ চার ও ২ ছক্কায় ৪২ রানে অপরাজিত আছেন লিটন। তার সঙ্গী তাওহিদ হৃদয় অপরাজিত আছেন ২ বলে ৩ রানে।
নেদারল্যান্ডসের বিপক্ষে প্রথম ম্যাচে ৮ উইকেটে জিতেছিল বাংলাদেশ। পরের ম্যাচেও ৯ উইকেটের বড় ব্যবধানে জয় পেয়েছে টাইগাররা। সংযুক্ত আরব আমিরাতে আসন্ন এশিয়া কাপের প্রস্ততির অংশ হিসেবে শেষ ম্যাচটিতে বেঞ্চের শক্তি পরীক্ষার সিদ্ধান্ত নিয়েছে টিম ম্যানেজমেন্ট।
অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে শীর্ষে রাজা, মিরাজ কোথায়?
তাই হোয়াইটওয়াশের লক্ষ্যে মাঠে নামলেও একাদশে ৫ পরিবর্তন এনেছে স্বাগতিকরা। বিশ্রাম দেওয়া হয়েছে পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান, মাহেদী হাসান, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমানকে। দলে ফিরেছেন নুরুল হাসান সোহান, শরিফুল ইসলাম, রিশাদ হোসেন, শামীম হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন।
বাংলাদেশ একাদশ: লিটন দাস, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, জাকের আলী, মাহেদী হাসান, নাসুম আহমেদ, নুরুল হাসান সোহান, শরিফুল ইসলাম, রিশাদ হসেন, শামীম হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন ও তানজিম সাকিব।
নেদারল্যান্ডস একাদশ: ম্যাক্স ও’ডাউড, ভিক্রমজিত সিং, আনিল তেজা নিদামিনুরু, স্কট এডওয়ার্ডস, শাহরিজ আহমেদ, নাওচ ক্রস, কাইল কেলিন, টিম প্রিঞ্জল, আরিয়ান দত্ত, পল ফন মিকারেন, ড্যানিয়েল ডোরাম।