হবিগঞ্জ-২ আসনে জমিয়তে উলামায়ে ইসলামের নির্বাচনী মতবিনিময় সভা

বানিয়াচং প্রতিনিধি ::
প্রকাশিত হয়েছে : ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১:২৩ পূর্বাহ্ণহবিগঞ্জ -২ আসনে জমিয়তে উলামায়ে ইসলামের নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল ১০ টায় বানিয়াচং জনাব আলী ডিগ্রি কলেজের হলরুমে হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জমিয়তে উলামায়ে ইসলাম মনোনীত এমপি পদপ্রার্থী মুফতী এখলাছুর রহমান রিয়াদ বানিয়াচং ও আজমিরীগঞ্জের ২০ টি ইউনিয়ন ও আজমিরীগঞ্জ পৌরসভা প্রতিনিধিদের সাথে নির্বাচনী মতবিনিময় সভা করেন।
উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা শায়খ মখলিছুর রহমান এর সভাপতিত্বে ও মাওলানা তাওহীদুল ইসলাম এবং মাওলানা ইমরান আহমদ উসমানী এর যৌথ পরিচালনায় উপস্থিত ছিলেন উপজেলা সহ-সভাপতি মাওলানা আব্দুল জলিল ইউসুফী, মাওলানা হাবিবুর রহমান, মাওলানা ইকবাল হুসাইন, মাওলানা সিরাজুল ইসলাম, মাওলানা মজিবুর রহমান, মুফতী নাসির উদ্দীন আনসারী, সাধারণ সম্পাদক মুফতী আমীর আহমদ, যুগ্ম সম্পাদক মাওলানা আলাউদ্দীন, সহ-সাংগঠনিক সম্পাদক হাফিজ উদ্দীন খান, জেলা যুব জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা শেখ বশির আহমদ, আজমিরীগঞ্জ উপজেলা জমিয়তের সহ-সভাপতি মাওলানা তৈয়বুর রহমান, যুগ্ম সম্পাদক মাওলানা আনোয়ার হুসাইন, যুব জমিয়ত সভাপতি মাওলানা রাশেদুজ্জামান রাজিব, সহ-সভাপতি শাকিল আহমদ, যুব জমিয়ত সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা শাহ আলম, ছাত্র জমিয়ত সভাপতি রাফিউল ইসলাম, মাওলানা বশীর উদ্দিন, মাওলানা মুতাসিম বিল্লাহ, হাজী ইমরান আহমদ, আনোয়ার হোসেন সুমন, মুফতি শাব্বির আহমেদ, মাওলানা সানাউল্লাহ, মুফতি অলিউর রহমান, মাওলানা মাকসুদুর রহমান, মাওলানা আব্দুল হামিদ, মাওলানা তাজুল ইসলাম, মাওলানা জালাল উদ্দিন প্রমুখ।
এতে আহ্বায়ক মাওলানা আব্দুল জলিল ইউসুফী, সদস্য সচিব মাওলানা শেখ বশির আহমদ ও অর্থ সচিব হাফেজ মাওলানা তাওহীদুল ইসলামসহ ২৭ সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়।
মতবিনিময় সভা শেষে সুনামগঞ্জ জেলা জমিয়তের সহ-সভাপতি মাওলানা মোশতাক আহমদ গাজীনগরীর হত্যাকাণ্ডের প্রতিবাদে ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে অপরাধীদের সনাক্ত করে সর্বোচ্চ শাস্তি প্রদানের দাবি জানিয়ে কলেজের গেট থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়।
ক্যাপশন-