সিলেটে ৪৮ বিজিবির অভিযানে ১ কোটি ২৫ লক্ষ টাকার চোরাচালানি পণ্য জব্দ
সাইফুল ইসলাম বাবু , জৈন্তাপুর:
প্রকাশিত হয়েছে : ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:১১ অপরাহ্ণ
সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর টহল দল বিশেষ অভিযানে সিলেটের বিভিন্ন সীমান্ত এলাকায় ১ কোটি ২৫ লক্ষ টাকার চোরাচালানি পণ্য জব্দ করেছে।
বিজিবি সূত্রে জানায় ৮ই সেপ্টেম্বর ২০২৫ তারিখে গোপন সংবাদের ভিত্তিতে ৪৮ বিজিবি’র আওতাধীন তামাবিল, প্রতাপপুর, সংগ্রাম, পান্থুমাই, দমদমিয়া ও বাংলাবাজার বিওপির টহল দল যৌথভাবে এই চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে।
অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পণ্যসামগ্রী, যেমন: শাড়ি, মহিষ, জিরা, গরু, পিয়াজ, চকলেট, বডি স্প্রে, চিনি, বিভিন্ন ধরনের ক্রিম, ফেসওয়াস, সাবান, হেয়ার জেল, শ্যাম্পু, বিয়ার এবং অবৈধ বালু পরিবহনে ব্যবহৃত ট্রলি আটক করা হয়।
বিজিবি জানায় আটককৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ১,২৫,৫৩,৩৩০ টাকা (এক কোটি পঁচিশ লক্ষ তিপ্পান্ন হাজার তিনশত ত্রিশ টাকা) সমপরিমাণ।
এ বিষয়ে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মোহাম্মদ নাজমুল হক বলেন, “উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনায় সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার রোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে আজকের এই সফল অভিযান পরিচালনা করা হয়েছে।”
আটককৃত মালামালের বিষয়ে বিধি মোতাবেক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।





