বানিয়াচংয়ে ছিলাপাঞ্জা মোড়ে ধান চারার হাট, কৃষকের ভীড়

বানিয়াচং প্রতিনিধি ::
প্রকাশিত হয়েছে : ০৯ সেপ্টেম্বর ২০২৫, ৬:০২ অপরাহ্ণ
বানিয়াচংয়ে ছিলাপাঞ্জা মোড়ে প্রতি বছরের ন্যায় এবারও বসেছে আউশ ধানের চারার হাট। সকাল ৮টা থেকে রাত ৯টা পর্যন্ত পছন্দের ধানের চারা ক্রয় করে নেন কৃষকরা। গতকাল সোমবার দুপুরে সরজমিনে গিয়ে এ দৃশ্য দেখা গেছে।
সূত্রে জানা যায়, উপজেলায় এ বছর ৯ হাজার ৭০০ হেক্টর জমি লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ বছর ব্রি-ধান ৫০, ব্রি-ধান ৮৭, ব্রি-ধান ১০৩, বি আর -২২, বি আর- ১১, বিনা ধান-১৭ চারা রোপণ করছেন কৃষকরা।
সেলু মিয়া জানান, আমি ৫বছর যাবত আউশ ধানের চারা বিক্রি করছি। ছিলাপাঞ্জা মোড় থেকে বানিয়াচংয়ের কৃষক ছাড়াও পার্শ্ববর্তী উপজেলা থেকে কৃষকরা ধানের চারা সহজলভ্য ভাবে ক্রয় করছেন। এখানে কৃষকদের কোনো প্রকার হয়রানি নেই।
এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ এনামুল হক জানান, গরম মৌসুম হওয়ায় ধানের চারা রোপণ করার ২০/২৫ দিন পর বিভিন্ন প্রকারের পোকা থেকে ধান চারাকে রক্ষা করতে কীটনাশক ব্যবহার করতে হবে।
কৃষকদের যে কোনো সমস্যা বা পরামর্শের জন্য সংশ্লিষ্ট উপসহকারী কৃষি কর্মকর্তা বা উপজেলা কৃষি অফিস তৎপর রয়েছে।