জৈন্তাপুরে দূর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত
সাইফুল ইসলাম বাবু , জৈন্তাপুর:
প্রকাশিত হয়েছে : ১২ সেপ্টেম্বর ২০২৫, ১:১৫ পূর্বাহ্ণ

সিলেটের জৈন্তাপুর উপজেলায় জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ আবুল বাশার মোহাম্মদ বদরুজ্জামান-এর উদ্যোগে আজ বিকাল ৩টা ৪০ মিনিটে জৈন্তাপুর মডেল থানা কম্পাউন্ডে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক এক আইন-শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়।
সভায় জৈন্তাপুর থানাধীন ১৯টি পূজা মণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ প্রায় ৩৫-৪০ জন প্রতিনিধি উপস্থিত ছিলেন।
সভায় আসন্ন দুর্গাপূজা যাতে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরাপদভাবে সম্পন্ন হয়—এ লক্ষ্যে বিভিন্ন নিরাপত্তা ব্যবস্থা, তথ্য আদান-প্রদান ও সহযোগিতামূলক আচরণ নিয়ে আলোচনা করা হয়। সভাটি বিকাল ৪টা ৪৫ মিনিটে শান্তিপূর্ণভাবে শেষ হয়। এ সময় জৈন্তাপুর থানা কর্তৃপক্ষ পূজা উদযাপন কমিটিগুলোর সহযোগিতা কামনা করেন এবং পূজা চলাকালে যে কোনো প্রয়োজনে পুলিশকে অবহিত করার আহ্বান জানান।
এ সময় সভায় আরো উপস্থিত ছিলেন হরিপুর গ্যাসফিল্ড সেনাক্যাম্প ২৭ বীর ইউনিটের লেফটেন্যান্ট মাহমুদুর রহমান, জৈন্তাপুর মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) মোহাম্মদ উসমান গনি, সর্বজনীন পূজা উদযাপন পরিষদ জৈন্তাপুর শাখার সভাপতি শ্রী নিবারক চন্দ্র দাস, সাধারণ সম্পাদক দুলাল দেব সহ অন্যান্যরা।





