বানিয়াচংয়ে বিট পুলিশিং সভা

বানিয়াচং প্রতিনিধি ::
প্রকাশিত হয়েছে : ১২ সেপ্টেম্বর ২০২৫, ১:১৮ পূর্বাহ্ণবানিয়াচংয়ে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার ( ১১সেপ্টেম্বর) বিকাল ৫টায় উপজেলা সদরের ৪নং দক্ষিণ-পশ্চিম ইউনিয়নের অন্তর্গত প্রথমরেখ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মিজানুর রহমান।
সভায় বক্তাগণ প্রথমরেখ গ্রামে চুরি, মদ, গাঁজা, ইয়াবা, ইভটিজিং ও ধর্ষণের ঘটনা ঘটায় উদ্বেগ প্রকাশ করেছেন। শান্তি-শৃংঙ্খলা ফিরিয়ে আনতে প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন।
এসময় ওসি মিজানুর রহমান বলেন, আপনারা পুলিশকে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করুন। শুধু প্রথমরেখ গ্রাম নয় উপজেলার প্রত্যেক এলাকায় এলাকায় বিট পুলিশিং সভার মাধ্যমে অপরাধীদের সনাক্ত করে অভিযান পরিচালনা করা হবে। কোনো অপরাধী পার পাবে না। এ ক্ষেত্রে সবার সহযোগিতা কামনা করেন তিনি। এসময় প্রথমরেখ বৈঠাখাল বাজারে অবস্থিত লুৎফুর রহমান লকুস এর মালিকানাধীন এ,ডব্লিউ, এল, ফ্যাশন পরিদর্শন করেছেন ওসি। মহিলাকর্মীদের নির্ভয়ে কাজ করার আশ্বাস দিয়েছেন তিনি।
মাস্টার ইমরান চৌধুরীর পরিচালনায় বক্তব্য রাখেন, উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা শায়েখ আব্দুল অলি, বানিয়াচং মডেল প্রেসক্লাব সভাপতি শিব্বির আহমদ আরজু, এসআই সোহেল রানা, প্রবাসী মাওলানা শেখ শাহজাহান, যুবদল নেতা ইমরান আহমদ, ছাত্রনেতা রিমন আহমদ, আলমগীর মিয়া, আঃ কাইয়ুম, আরজু মিয়া, মাওলানা জুবায়ের আহমদ প্রমুখ।
সভায় এলাকার মুরুব্বি ও যুব সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।