সমাজের দরিদ্র ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর শিক্ষার দূয়ার খুলে দেয় মাদ্রাসা শিক্ষা হাকিম চৌধুরী
গোয়াইনঘাট প্রতিনিধি:
প্রকাশিত হয়েছে : ১৫ সেপ্টেম্বর ২০২৫, ৬:৪৯ অপরাহ্ণ
গোয়াইনঘাট উপজেলায় নন্দিরগাঁও ইউনিয়নের দারুল সালাম দারুল হাদিস মাদ্রাসা ও এতিমখানার শিক্ষক এবং শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সিলেট ৪ আসনে ধানের শীষের মননোয়ন প্রত্যাশী আব্দুল হাকিম চৌধুরী।
সোমবার ১৫ সেপ্টেম্বর বেলা ২টায় মাদ্রাসা মিলনায়তনে শিক্ষার গুণগত মানোন্নয়ন, একাডেমিক পরিবেশ উন্নয়ন ও শিক্ষার্থীদের সার্বিক কল্যাণে এই
মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আব্দুল হাকিম চৌধুরী বলেন, আমাদের জীবনে মাদ্রাসা শিক্ষার গুরুত্ব অপরিসীম, শিক্ষার্থীদের ধর্মীয় ও নৈতিক শিক্ষায় শিক্ষিত করে তোলে এবং একই সাথে আধুনিক জ্ঞান-বিজ্ঞান, তথ্যপ্রযুক্তি ও অন্যান্য প্রয়োজনীয় বিষয়গুলো শেখায়। মাদ্রাসা শিক্ষা একটি সুসংহত ব্যবস্থা, যা শিক্ষার্থীদের আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলে এবং নৈতিক ও মানবিক গুণাবলী সম্পন্ন করে।
এই শিক্ষা মানুষকে ঈমান ও আক্বীদা রক্ষায় সাহায্য করে এবং ইসলামের মহান আদর্শকে সমুন্নত রাখতে ভূমিকা রাখে। এছাড়া অনেক ক্ষেত্রে মাদ্রাসা শিক্ষা দরিদ্র ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য শিক্ষার দুয়ার খুলে দেয়, যা তাদের সমাজের মূল স্রোতে অন্তর্ভুক্ত হতে সহায়তা করে।
মতবিনিময় সভায় অন্যানদের মধ্যো উপস্থিত ছিলেন, মাদ্রাসার মুহতামিম মাও রফিক আহমেদ মহল্লি,মাও ফয়েজ আহমেদ, ,মাও নাসির উদ্দিন, মাও আব্দুল্লাহ মাসুদ,মাও সাফওয়ান আহমেদ, মাও শামীম আহমেদ, মাষ্টার ফরিদ উদ্দিন, মাষ্টার ফয়সল আহমেদ প্রমুখ।





