বানিয়াচংয়ে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে চৌকিদার প্যারেড

বানিয়াচং প্রতিনিধি ::
প্রকাশিত হয়েছে : ১৫ সেপ্টেম্বর ২০২৫, ৬:৫২ অপরাহ্ণআসন্ন শারদীয় দুর্গাপূজাকে সামনে রেখে সারাদেশের ন্যায় বানিয়াচং উপজেলাতেও চৌকিদার প্যারেড অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় থানা প্রাঙ্গণে এ প্যারেডের আয়োজন করা হয়। এতে অংশগ্রহণ করেন বিভিন্ন ইউনিয়নের গ্রাম পুলিশ সদস্যরা।
প্যারেডে সভাপতিত্ব করেন অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান।
তিনি গ্রাম পুলিশের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে স্পষ্ট দিকনির্দেশনা প্রদান করেন। এসময় তিনি বলেন, দুর্গাপূজার মতো বড় ধর্মীয় উৎসবকে ঘিরে আইনশৃঙ্খলা রক্ষায় গ্রাম পুলিশের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
প্রতিটি পূজামণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় জনগণের সঙ্গে সমন্বয় করে দিন-রাত পাহারায় থাকতে হবে।
এছাড়াও পারিবারিক কলহ, জমি-সংক্রান্ত বিরোধ, চুরি-ডাকাতি, মাদক কারবার, নারী ও শিশু নির্যাতনসহ সামাজিক অপরাধ দমনে গ্রাম পুলিশকে আরো সক্রিয় হওয়ার নির্দেশ দেন তিনি।
স্থানীয় অপরাধী চক্রের গতিবিধি সম্পর্কে থানা পুলিশকে অবহিত করা, সন্দেহজনক ব্যক্তিদের তৎপরতা নজরে রাখা এবং জনগণের সঙ্গে আস্থার সম্পর্ক বজায় রাখার ওপরও তিনি গুরুত্ব আরোপ করেন।
প্যারেডে গ্রাম পুলিশের প্রতি আহ্বান জানিয়ে বলেন— তারা যেন শুধু আইনশৃঙ্খলা রক্ষায় নয়, বরং সমাজে সচেতনতা সৃষ্টিতেও ভূমিকা রাখেন। বিশেষ করে কিশোর গ্যাং ও মাদকাসক্তদের কর্মকাণ্ড রোধে
এলাকাভিত্তিক প্রচারণা চালানো, স্কুল-কলেজগামী শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং সমাজে শান্তিপূর্ণ সহাবস্থান গড়ে তুলতে সবাইকে সহযোগিতা করার অনুরোধ করা হয়।
প্যারেড শেষে ওসি গ্রাম পুলিশের শৃঙ্খলাবদ্ধতা ও আন্তরিকতা দেখে সন্তোষ প্রকাশ করেন এবং তাদের দায়িত্ব পালনে সর্বোচ্চ সতর্ক থাকার পরামর্শ দেন।