সিলেটের জৈন্তাপুর সীমান্তে বিজিবির অভিযানে গরু ও সিগারেট জব্দ
সাইফুল ইসলাম বাবু , জৈন্তাপুর:
প্রকাশিত হয়েছে : ১৬ সেপ্টেম্বর ২০২৫, ২:৩৪ অপরাহ্ণ
সিলেটে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এর একটি বিশেষ অভিযানে সিলেটের জৈন্তাপুর সীমান্ত থেকে ১৯টি ভারতীয় গরু এবং বিপুল পরিমাণ সিগারেট জব্দ করা হয়েছে।
বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৬ সেপ্টেম্বর রাত ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জৈন্তাপুর বিওপির একটি বিশেষ টহল দল সীমান্তের ঘিলাতৈল এলাকায় অভিযান চালায়। এ সময় মালিকবিহীন অবস্থায় ১৮টি ভারতীয় গরু আটক করা হয়। জব্দকৃত গরুর সিজারমূল্য ধরা হয়েছে প্রায় ১২ লক্ষ টাকা।
অন্যদিকে, ১৫ সেপ্টেম্বর জৈন্তাপুর ও গুয়াবাড়ি বিওপির পৃথক টহলদল সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ২,২৫০ প্যাকেট ভারতীয় সিগারেট এবং একটি গরু আটক করে। এ অভিযানে জব্দকৃত পণ্যের সিজারমূল্য প্রায় ৫ লক্ষ ১০ হাজার টাকা।
বিজিবি জানিয়েছে, দুই অভিযানে সর্বমোট প্রায় ১৭ লক্ষ ১০ হাজার টাকার চোরাচালানী মালামাল জব্দ করা হয়েছে। জব্দকৃত মালামাল কাস্টমসে জমা দেওয়ার কার্যক্রম চলছে।
এ বিষয়ে ১৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ জুবায়ের আনোয়ার, পিএসসি বলেন, সীমান্ত সুরক্ষায় বিজিবির গোয়েন্দা তৎপরতা ও চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত থাকবে।





