সাংবাদিক আবুল মোহাম্মদের মৃত্যুতে কয়েস লোদীর শোক প্রকাশ

সিলেট আই ডেস্ক ::
প্রকাশিত হয়েছে : ২৩ সেপ্টেম্বর ২০২৫, ৫:৪২ পূর্বাহ্ণ
দৈনিক শ্যামল সিলেটের বার্তা সম্পাদক,সিলেটের সাংবাদিক অঙ্গনের প্রিয় মুখ ও সংগঠক আবুল মোহাম্মদের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সিলেট সিটি কর্পোরেশন ১ম প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী।
সোমবার (২২ সেপ্টেম্বর) এক শোক বার্তায় তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
সাংবাদিক আবুল মোহাম্মদ আজকে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে দুপুর ১টার দিকে সিলেট নগরীর ইবনে সিনা হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৬ বছর। তিনি ৪ ছেলে ও ২ মেয়ে এবং স্ত্রী সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগগ্রহী রেখে গেছেন |