জৈন্তাপুরে কৃতি শিক্ষার্থী ও অভিভাবকদের সংবর্ধনা অনুষ্ঠান

সাইফুল ইসলাম বাবু , জৈন্তাপুর:
প্রকাশিত হয়েছে : ২৭ সেপ্টেম্বর ২০২৫, ৪:৫২ অপরাহ্ণসিলেটের জৈন্তাপুর উপজেলায় ২০২৫ সালে এসএসসি ও সমমানের পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী ১৪ জন শিক্ষার্থী, ২ জন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ১ জন মেডিক্যাল শিক্ষার্থী ও তাদের অভিভাবক, শিক্ষকদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৭শে সেপ্টেম্বর) বেলা ১১:৩০ মিনিটে ছিকান্দর আলি শিক্ষা ফোরামের ব্যবস্হাপনায় জৈন্তাপুর উপজেলা পরিষদ হলরুমে এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে ফোরামের সভাপতি ও সিলেট জেলা জামায়াতের সেক্রেটারি জেনারেল ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সিলেট -৪ আসন থেকে সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব জয়নাল আবেদীনের সভাপতিত্বে ও আমেনা হেলালী টেকনিক্যাল ইন্সটিটিউটের সুপারেটেন্ট হেলাল আহমেদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জর্জ মিত্র চাকমা।
এ সময় অতিথিবৃন্দ জৈন্তাপুরের শিক্ষার বিকাশে ও আলোকবর্তিতার অন্যতম দিকপাল ব্যাক্তিত্ব মরহুম ছিকান্দর আলির স্মৃতিচারণ করেন। এ সময় তারা বলেন কৃতি শিক্ষার্থী ও তাদের অভিভাবক, শিক্ষকদের সংবর্ধনা ও সম্মাননা প্রদান তাদের সামনের দিকের শিক্ষা জীবনের জন্য অনুসরণীয় ও অনুকরণীয় হয়ে থাকবে। এ সময় তারা ছিকান্দর আলি শিক্ষা ফোরামের পৃষ্ঠপোষকতায় যারা জড়িত সকল প্রবাসী সহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানে ২০২৫ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী ১৪ শিক্ষার্থী ছাড়াও যারা সংবর্ধিত হয়েছেন তারা হলেন, মাসুম আহমেদ (বিসিএস প্রশাসন), ডাঃ রেদওয়ান নাসির শাকিল, এমবিবিএস,মোছাঃ রাবেয়া সুলতানা ডায়না (সাধারণ শিক্ষা), ডাঃ মালিহা সুলতানা রুপিন, মোস্তফা মোঃ আলাউর রহমান ও ডাঃ তানিমা ফেরদৌস।
এ সময় সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন, ফোরামের সহ সভাপতি মাওলানা মুজম্মিল হেলালী,সমাজ সেবক মহিউদ্দিন জাকারিয়া, বিয়াম ডাঃ কুদরত উল্লাহ স্কুলের প্রধান শিক্ষক আবু সুফিয়ান বিলাল, লামনীগ্রাম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সাবেক প্রধান শিক্ষক আব্দুল মালিক,হরিপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজির আলি সরকার, রনিফৌদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাক আহমেদ, সারিঘাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদিউল আলম, রমজান রুপজান বাগেরখাল একাডেমির অধ্যক্ষ সিরাজুল ইসলাম, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম, সাবেক সভাপতি ফয়েজ আহমেদ, ফতেহপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ইলিয়াস হোসেন সহ বিভিন্ন স্কুল কলেজ থেকে আগত শিক্ষক, অভিভাবক ও সংবর্ধিত শিক্ষার্থী সহ অন্যান্যরা।