বিশ্ব পর্যটন দিবসে রাতারগুলে বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত

সিলেট আই ডেস্ক ::
প্রকাশিত হয়েছে : ২৯ সেপ্টেম্বর ২০২৫, ২:২৬ অপরাহ্ণ
বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে বাংলাদেশের একমাত্র জলাবন গোয়াইনঘাট উপজেলা রাতারগুলে বর্নাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে রাতারগুল সহ-ব্যবস্থাপনা কমিটির উদ্যোগে এই বনার্ঢ্য র্যালী বের করা হয়। এতে ব্যবস্থাপনা কমিটির নেতৃবৃন্দ ছাড়াও গণ্যমান্য ব্যক্তিবর্গ, ফরেস্টের স্টাফগণ, রাতারগুলের নৌকার মালিক, নৌকার মাঝিগণ অংশ নেন।
র্যালীতে উপস্থিত ছিলেন- রাতারগুল সিএমইসি সভাপতি মো: মাহবুব আলম, সহ-সভাপতি এড. শাহজাহান সিদ্দিকী, সদস্য সচিব ও রেঞ্জ কর্মকর্তা মোঃ শাহ আলম ইসলাম, বিট অফিসার অনুকর চাকমা, সিএমইসি’র সম্মানিত সদস্য ফখর উদ্দিন, আরব আলী, সুফিয়া মঞ্জুর, চম্পা বেগম ও সুফল্য পাত্র প্রমূখ।
র্যালী পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে বক্তাগণ বলেন, রাতারগুল হচ্ছে সিলেটের অন্যতম পর্যটন স্পট। এর রক্ষণাবেক্ষনের দায়িত্ব আমাদের সকলের। এর সাথে এই অঞ্চলের হাজার হাজার মানুষের রুটি রুজি জড়িত রয়েছে। তাই রাতারগুলের পরিবেশ ও প্রকৃতি রক্ষায় সবাইকে সচেতন থাকতে হবে।