বিতর্কের পর সেই লোগো সরাল জামায়াত

সিলেট আই ডেস্ক ::
প্রকাশিত হয়েছে : ২৯ সেপ্টেম্বর ২০২৫, ২:৩৫ অপরাহ্ণরাজধানীর বসুন্ধরার কার্যালয়ে জামায়াত আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে স্পেনের রাষ্ট্রদূত ও ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রতিনিধিদলের আলাদা দুটি বৈঠকে নতুন লোগো দেখা যায়। এ নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামী পরে সেই লোগো সরিয়ে নেয়।
বৈঠকে থাকা সবুজ পতাকায় দেখা যায় বই ও উদীয়মান সূর্য; তার ওপর কলম দেখা যায়। কলমটি ব্যবহৃত হয়েছে দলীয় প্রতীক দাঁড়িপাল্লার দণ্ড হিসেবে। ওই লোগোটি এখন আর নেই।
লোগো পরিবর্তনের বিষয়ে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ যুগান্তরকে বলেন, রাজনৈতিক দলের লোগো পরির্বতন হতেই পারে। আমাদের দলীয় লোগো নিয়ে আলোচনা আছে। এখনো চূড়ান্ত হয়নি। এটি (বৈঠকে দেখা লোগো) একটি প্রস্তাবিত লোগো। শিগগিরই বিষয়টি চূড়ান্ত করা হবে এবং আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
তবে রোববার দেখানো লোগোটি ভুলবশত প্রকাশিত হয়েছে বলে জানিয়েছে জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম। তিনি বলেছেন, লোগো নিয়ে এখনো আলোচনা চলছে। চূড়ান্ত হলে আনুষ্ঠানিকভাবে লোগো প্রকাশ করা হবে।
এর আগেও লোগো পরিবর্তন করেছিল জামায়াতে ইসলামী। আগের লোগোতে একটি গম্বুজের মতো কাঠামো ছিল। গম্বুজের ভেতরে ‘আল্লাহ’ লেখা ছিল। এর মধ্যে ছিল দলীয় প্রতীক দাঁড়িপাল্লা। নিচে ‘আকিমুদ দ্বিন’ (দ্বিন কায়েম কর) কথাটি লেখা ছিল