মাধবপুরে ভারতীয় ইস্কফ সহ মাদক কারবারি আ’ট’ক

মাধবপুর প্রতিনিধি ::
প্রকাশিত হয়েছে : ২৯ সেপ্টেম্বর ২০২৫, ৭:৩৭ অপরাহ্ণহবিগঞ্জের মাধবপুরে ভারতীয় ইস্কফ’সহ এক মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১০ টায় সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অধীনস্থ ধর্মঘর বিওপির একটি টহল দল উপজেলার সীমান্তবর্তী দক্ষিণ ধর্মঘর এলাকায় অভিযান চালিয়ে ২৭ বোতল ভারতীয় ইস্কফ সহ মো: রুবেল মিয়া (৩৮) নামে এক মাদক কারবারিকে আটক করেন। এসময় মাদক পরিবহনের কাজে ব্যাবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়। মো: রুবেল মিয়া নরসিংদী সদর উপজেলার বাসাইল গ্রামের মো: কাজল মিয়ার পুত্র।
সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃত আসামীকে মাদকদ্রব্য এবং অন্যান্য চোরাচালানী মালামালসহ মাধবপুর থানায় মামলা দায়ের পূর্বক হস্তান্তর করা হয়েছে