মনোনয়ন নিয়ে চিন্তা করবেন না,কলিম উদ্দিন আহমদ মিলন

ছাতক প্রতিনিধিঃ
প্রকাশিত হয়েছে : ০৩ অক্টোবর ২০২৫, ১০:৪৬ অপরাহ্ণছাতকে মড়ল কমিউনিটি সেন্টারে শুক্রবার বিকেলে দোয়ারাবাজার উপজেলা বিএনপির আহবায়ক কমিটি ও উপজেলার ৯ টি ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক, সাবেক এমপি ও সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কলিম উদ্দিন আহমদ
মিলন। মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে কলিম উদ্দিন আহমদ
মিলন বলেছেন, আগামীর মনোনয়ন নিয়ে আপনারা একদম চিন্তা করবেন না। ইনশাআল্লাহ সর্বোপরি জয় আমাদের হবে। আমরা সবাই দোয়ারাবাজার ও ছাতকে ঐক্যবদ্ধভাবে কাজ করছি। আগামী জাতীয় সংসদ নির্বাচনে দোয়ারাবাজার ও ছাতকে ঐক্যবদ্ধভাবে আমরা ধানের শীষ প্রতিকের বিজয় নিশ্চিত করবো।
মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য, সাবেক চেয়ারম্যান মো. শামছুল হক নমু, দোয়ারাবাজার উপজেলা বিএনপির আহবায়ক আলতাফুর রহমান খছরু, যুগ্ম আহবায়ক মো. এখলাছুর তালুকদার, যুগ্ম আহবায়ক হারুনুর রশিদ, ছাতক পৌর বিএনপির যুগ্ম আহবায়ক জসিম উদ্দিন সুমেন, সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য হাজী আব্দুল বারী।
সভায় বক্তব্য রাখেন, দোয়ারাবাজার ইউনিয়ন বিএনপির এডভোকেট সালেহ আহমদ রোয়াব আলী, ডা. জহির আহমেদ, আমির হোসেন মেম্বার, ইসমাইল হোসেন, আব্দুল অদুদ মেম্বার, মারাজ আলী, আলী হোসেন মেম্বার, মন্তাজ আলী, আবুল হাসনাত মেম্বার, গুলজার আহমেদ, আব্দুর রউফ, উপজেলা কৃষক দলের আহবায়ক ফরিদ উদ্দিন, যুগ্ম আহবায়ক হাজী নুর উদ্দিন, জেলা যুবদলের শিল্প বিষয়ক সম্পাদক আব্দুল কাইয়ুম, উপজেলা যুবদলের আহবায়ক মাধব রায়, যুগ্ম আহবায়ক মো.ফখরুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শামীম পাশা রিগেন, ছাত্রদলের আহবায়ক শিহাব উদ্দিন শিহাব প্রমুখ।