জৈন্তাপুর কানাইঘাটে বিজিবির অভিযানে ১০ লাখ টাকার মদ ও গরু জব্দ

সাইফুল ইসলাম বাবু , জৈন্তাপুর:
প্রকাশিত হয়েছে : ১০ অক্টোবর ২০২৫, ৬:৫১ অপরাহ্ণ
সিলেটের জৈন্তাপুর ও কানাইঘাট সীমন্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ, জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)র পৃথক অভিযানে প্রায় ১০ লাখ টাকার ভারতীয় মদ ও ৬টি গরু জব্দ করেছে।
১৯ বিজিবি সূত্রে জানা যায়, শুক্রবার (১০ অক্টোবর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে সুরাইঘাট বিওপি-এর একটি টহল দল কানাইঘাট উপজেলার বড়বন্দবাজার এলাকায় অভিযান চালায়। অভিযানে মালিকবিহীন অবস্থায় ভারতীয় মদের ৫১ বোতল ও একটি সিএনজি জব্দ করা হয়। উদ্ধারকৃত মদ ও সিএনজির আনুমানিক সিজারমূল্য ৫ লাখ ৫১ হাজার টাকা।
এদিকে একই দিনে জৈন্তাপুর বিওপি-এর একটি টহল দল জৈন্তাপুর উপজেলার জমদোয়ার এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় ৬টি গরু জব্দ করে। এসব গরুর সিজারমূল্য আনুমানিক ৪ লাখ ২০ হাজার টাকা।
দুই অভিযানে জব্দকৃত মালামালের মোট সিজারমূল্য ৯ লাখ ৭১ হাজার টাকা, বলে জানিয়েছে বিজিবি।
এ বিষয়ে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ জুবায়ের আনোয়ার, পিএসসি বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান রোধে বিজিবি সর্বদা তৎপর রয়েছে। জব্দকৃত মদ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে এবং গরু কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।