ফয়সল চৌধুরীর মানবিক উদ্যোগে ব্যাপক সাড়া

বিয়ানীবাজার প্রতিনিধি:
প্রকাশিত হয়েছে : ১০ অক্টোবর ২০২৫, ৭:৩৪ অপরাহ্ণ
নারী-পুরুষের দীর্ঘ লাইন। কারো নাক, কান, গলায় সমস্যা, কারোবা চর্মরোগ। কারো কারো হৃদরোগের সমস্যা, কেউ কেউ বাতব্যথার রোগী। সকাল সাড়ে ৯টা থেকে এসে তারা হাজির হন সিলেটের বিয়ানীবাজার উপজেলার আলীনগর ইউনিয়নের টিকরপাড়া কাউদিয়াস্থ ঢাকা উত্তর মোহাম্মদপুর উচ্চ বিদ্যালয়ে। তাদেরকে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসাসেবা দিতে সেখানে উপস্থিত ছিলেন ১২ জন বিশেষজ্ঞ চিকিৎসক। দিনভর প্রায় এক হাজার দুইশত মানুষকে সেখানে চিকিৎসাসেবা প্রদান করেন তারা। আর এই মানবিক উদ্যোগের আয়োজন করেন সিলেটের বিএনপি নেতা ফয়সল আহমদ চৌধুরী। এ আয়োজনে সহযোগিতা করে কুইন্স হসপিটাল। এলাকায় আগে থেকে জানিয়ে দেওয়ায় এই ফ্রি মেডিকেল ক্যাম্পে সাধারণ মানুষের ব্যাপক সাড়া পাওয়া যায়।
ফয়সল আহমদ চৌধুরী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ছিলেন। এবারের জাতীয় নির্বাচনেও তিনি এ আসনে দলীয় মনোনয়ন পাওয়ার ক্ষেত্রে শক্তিশালী অবস্থানে রয়েছেন। গতকাল শুক্রবার সকালে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন ফয়সল চৌধুরী। এ সময় তিনি বলেন, চিকিৎসাসেবা পাওয়া হচ্ছে মানুষের মৌলিক অধিকার। কিন্তু আর্থিক অসামর্থ্যতার কারণে বহু মানুষ এই সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। তাদের কথা চিন্তা করেই এই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন। অতীতেও আমরা এ ধরনের আয়োজন করেছি, ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।
ফয়সল চৌধুরী আরও বলেন, বাংলাদেশের স্বাস্থ্যখানে নানা অনিয়ম, দুর্নীতি রয়েছে। আওয়ামী লীগের দুঃশাসনে স্বাস্থ্যখাতে ব্যাপক লুটপাট করা হয়েছে। আল্লাহর রহমতে বিএনপি আগামীতে ক্ষমতায় গেলে স্বাস্থ্যখাত ঢেলে সাজাবে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্বাস্থ্যখাত নিয়ে সুনির্দিষ্ট পরিকল্পনা করেছেন। তাঁর ঘোষিত ৩১ দফায়ও এ সংক্রান্ত পরিকল্পনার কথা উল্লেখ রয়েছে।
ইনশাআল্লাহ, সব শ্রেণিপেশার মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে বিএনপি। ফ্রি মেডিকেল ক্যাম্পে সেবা দেওয়া চিকিৎসকসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন বিএনপি নেতা ফয়সল চৌধুরী।
এদিকে, বিনামূল্যে স্বাস্থ্যসেবা পেয়ে সাধারণ মানুষ আয়োজক ফয়সল চৌধুরীর প্রতি কৃতজ্ঞতা জানান। স্থানীয় ৬৮ বছরের বৃদ্ধ হানিফ আলী বলেন, ‘বাতের ব্যথায় বেশ কিছুদিন ধরে ভুগছি। কিন্তু ডাক্তার দেখানোর টাকা জোগাড় করতে না পারায় কষ্ট পাচ্ছিলাম। এখানে ফ্রিতে চিকিৎসাসেবা পেয়ে খুবই ভালো লাগছে।’ স্ত্রীরোগে ভোগা জাহানারা বেগম বলেন, ‘আমরা দরিদ্র মানুষ। টাকা খরচ করে ভালো ডাক্তার দেখানো সম্ভব হয় না। ফ্রি ক্যাম্পে এসে বিশেষজ্ঞ ডাক্তার দেখাতে পেরেছি। আমরা এর আয়োজকের প্রতি কৃতজ্ঞ। আল্লাহ তাঁর ভালো করুন।’
ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসাসেবা প্রদান করেন ডা. আহমদ নাফি, ডা. জালাল আহমদ চৌধুরী, ডা. আজহারুল ইসলাম রানা, ডা. জেসমিন জাফর চৌধুরী, ডা. আরিফুল হক চৌধুরী, ডা. লিপিকা রানী রায়, ডা. শরীফ উদ্দিন, ডা. মির্জা লুৎফুল বারী, ডা. কবির আহমদ, ডা. বাধন দত্ত, ডা. তানভীর নাভিল, ডা. আব্দুল¯œাহ সাঈদ ও ডা. পরাগ দত্ত। কুইন্স হসপিটালের পরিচালক ফাহিম আহমদ চৌধুরী।
ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে বিএনপি নেতাকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন, সিলেট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মামুন, বিয়ানিবাজার উপজেলা বিএনপির সাবেক আহবায়ক জিয়াউল বারী চৌধুরী, আলী নগর ইউনিয়ন বিএনপির সভাপতি সৈয়দ মুয়াজ্জেম হোসেন, সাংগঠনিক সম্পাদক নজর¤œল ইসলাম, সিদ্দিকুর রহমান চৌধুরী, ৪নং ওয়াড বিএনপির সভাপতি নিজাম উদ্দিন, ৩নং ওয়াড বিএনপির সভাপতি মানিক মিয়া, উপজেলা যুবদলের সদস্য মোরশেদুর রহমান পলু, ইউনিয়ন যুবদল নেতা কবির আহমদ, নাইমুজ্জামান এনি মিয়া, ওলি মিয়া, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক ফাহিম আহমদ, আলী নগর ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি সায়েল আহমদ, সাংগঠনিক সম্পাদক মামুন আহমদ, সদর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মারজান আহমদ, সহ-সভাপতি তানজিল আহমদ, ইউনিয়ন ছাত্রদল নেতা নয়ন আহমদ, রাজু আহমদ, জাকির হোসেন, একরাম, মাহিন, নাইম, তানবীর, রাবেল প্রমুখ।
এছাড়াও বিয়ানিবাজার উপজেলার আলী ইউনিয়নের ৯টি ওয়ার্ড বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদকসহ সিনিয়র নেতৃবৃন্দ এবং ইউনিয়ন ও ওয়ার্ডের সকল পযার্য়ের বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও এলাকার সকল শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।