যাদুকাটায় পাড় কাটার দায়ে আটক ৬

তাহিরপুর প্রতিনিধি:
প্রকাশিত হয়েছে : ১২ অক্টোবর ২০২৫, ৭:০৬ অপরাহ্ণ
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সীমান্তবর্তী নদী যাদুকাটায় পাড় কেটে অবৈধ ভাবে বালু উত্তোলন করার দায়ে ৬ জনকে আটক করে দুই মাস করে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
গত শনিবার রাত ১০ টার দিকে যাদুকাটা নদীর লাউড়েরগড় এলাকায় সুনামগঞ্জ জেলার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস.এম ইয়াসির আরাফাত পুলিশ সদস্যদের নিয়ে মোবাইল অভিযান পরিচালনা করে ৬ জনকে আটক করেন।
আটককৃতরা হলো, উপজেলার বড়দল উত্তর ইউনিয়নের চরগাও কাশতাল গ্রামের বজরু মিয়ার ছেলে আলী হোসেন (২২), রইছ মিয়ার ছেলে আবুল বাসার (৩০), জজ মিয়ার ছেলে নবীর হোসেন (২০), তারা মিয়ার ছেলে সাজ্জাদ মিয়া (২৩) ও বড়দল দক্ষিণ ইউনিয়নের কুকুরকান্দি গ্রামের ছালাম মিয়ার ছেলে শাকিল আহমেদ (২৮), মোঃ আলীম শাহ এর ছেলে হৃদয় শাহ (২৪) কে অভিযান চালিয়ে আটক করে।
‘এসময় তাদের নিকট থেকে ৩০০ ঘনফুট বালুসহ ২ টি ষ্টীলের নৌকা আটক করা হয়। পরে আটককৃতদের বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুসারে ২ মাসের সাজা প্রদান করে তাহিরপুর থানায় হন্তান্তর করা হয়।’তাহিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) দেলোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, আটককৃতদেরকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুসারে দুই মাসের কারাদন্ড প্রদান করে কারাগারে পাঠানো হয়েছে।