বিএনপি আগামী নির্বাচনে সর্বাধিক জনপ্রিয় ও স্বচ্ছ ব্যক্তি কে মূল্যায়ন করবে কাইয়ূম চৌধুরী

গোয়াইনঘাট প্রতিনিধি:
প্রকাশিত হয়েছে : ১৪ অক্টোবর ২০২৫, ১১:০৬ অপরাহ্ণসিলেট জেলা বিএনপি’র সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন,আগামী জাতীয় সংসদ নির্বাচনে দল ধানের শীষের মনোনয়ন দিতে সর্বাধিক জনপ্রিয় ও স্বচ্ছ ব্যক্তিকে মূল্যায়ন করবে। আপনারা সিলেট-৪ আসনে হেলাল উদ্দিন আহমদকে যে ভালোবাসা দেখিয়েছেন,আশা করি দল এর মূল্যায়ন করবে এবং আমাদের পূর্ণাঙ্গ সমর্থন থাকবে।
কাইয়ুম চৌধুরী বলেন, এই আসনের মানুষের কাছে ধানের শীষ পছন্দের প্রতীক। যতবারই জাতীয় নির্বাচন নিরপেক্ষভাবে হয়েছে, এই আসনে ধানের শীষ প্রতীক বিজয়ী হয়েছে। সুতরাং যখনই ধানের শীষের বিজয় হয়েছে ততবারই এলাকার উন্নয়ন হয়েছে। আমরা সাড়ে ১৫ বছর এই এলাকা থেকে তথাকথিত জনপ্রতিনিধি দেখেছি। মন্ত্রী দেখেছি যে মন্ত্রী ত্রাণের চাল বিতরণে ফটোসেশান করে ত্রাণের চালটা আবার ওনার দলের লোকেরা গাড়িতে উঠিয়ে নিয়ে গেছে।
তিনি মঙ্গলবার ১৪ অক্টোবর বিকেলে গোয়াইনঘাট উপজেলার স্থানীয় স্হানীয় সালুটিকর বাজারে সিলেট-৪ আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী হেলাল উদ্দিন আহমদের আয়োজনে ৩১ দফার বাস্তবায়নে বিশাল গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
আব্দুল কাইয়ুম চৌধুরী আরো বলেন,২০২২ সালের ভয়াবহ বন্যার সময় আমরা জেলা বিএনপি হেলাল উদ্দিন আহমদের উদ্যোগে এই দুঃসময়ে আপনাদের পাশে ছিলাম। বিগত পনেরো বছর গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে এই অঞ্চলের মানুষ রাজপথে ছিল, হেলাল উদ্দিন আহমেদও আন্দোলন সংগ্রামের রাজপথে ছিলেন। আগামী নির্বাচনে দল এ বিষয়গুলো মূল্যায়ন করবে।
গোয়াইনঘাট উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল মতিনের সভাপতিত্বে ও জেলা উলামা দলের সদস্য সচিব,কামাল উদ্দিন এর সঞ্চালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন,ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী হেলাল উদ্দিন আহমদ। তিনি সংক্ষিপ্ত বক্তব্যে উপস্থিত সকলের উপস্থিতি ও উদার ভালোবাসার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন,আমি আপনাদের সেবক হতে চাই। আশা করি আপনাদের ভালোবাসায় দল আমাকে সেই সুযোগটুকু প্রদান করবে।
আরো বক্তব্য রাখেন,গোয়াইনঘাট উপজেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি এম এ হক,কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আকবর, জৈন্তাপুর উপজেলা বিএনপি’র যুগ্ম সম্পাদক ইঞ্জিনিয়ার ইলিয়াস আহমদ,চিকনাগুল ইউনিয়নের সাধারণ সম্পাদক মসদ্দর আলীসহ গোয়াইনঘাট জৈন্তাপুর ও কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন দায়িত্বশীল নেতৃবৃন্দ। এছাড়া উপস্থিত ছিলেন,কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপি’র সভাপতি হাজী আব্দুল মান্নান সহ তিন উপজেলার বিভিন্ন পদের দায়িত্বশীল নেতৃবৃন্দ।