কাউকান্দি উচ্চ বিদ্যালয়ের অভিববাক সদস্য মনোনিত হলেন যারা

সিলেট আই নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৬ অক্টোবর ২০২৫, ১২:৪৭ পূর্বাহ্ণসুনামগঞ্জের তাহিরপুর উপজেলার (৩নং) বড়দল দক্ষিণ ইউনিয়নের ‘কাউকান্দি উচ্চ বিদ্যালয়ের’ অভিবাবক সদস্য মনোনিত করা হয়েছে।
মঙ্গলবার (১৫অক্টোর) বেলা ২ টায় কাউকান্দি উচ্চ বিদ্যলয়ের হলরুমে কাউকান্দি, চতুর্ভূজ, কামারকান্দি, খলিশাজুরি ও পার্শ্ববর্তী রামাশ্বেরপুর, বোড়খারা ও চরগাঁও, গ্রামের অভিবাবকদের উপস্থিতিতে সবার সর্বসম্মতিক্রমে বিনা প্রতিদ্বন্দীতায় ৫ জন অভিবাবক সদস্য পদে মনোনিত করা হয়।
‘অভিবাবক সদস্য পদে মনোনিত হলেন যারা, হাবিবুর রহমান (হবিক), রেজাউল ইসলাম (রেজা) কাউকান্দি, কয়েছ আহমদ রাজ্জাক (চরগাঁও),ইমাম হোসেন (খলিশাজুঁরি), মহিলা সদস্য জেসমিন আক্তার (চতুর্ভুজ)।’
এসময় উপস্থিত ছিলেন, কাউকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি সালে আহমদ, বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক মনির আহমদ, ধর্ম বিষয়ক শিক্ষক আব্দুল রব খোকন, খলিশাজুঁরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাওলানা শোয়েব আহমদ, হলহলিয়া চরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসাইন আহমদ, জকিগঞ্জ বারহাল ডিগ্রি কলেজের প্রভাষক আলী উসমান, ডা: হাবিবুর রহমান, আনোয়ার আলী, ফখরুল ইসলাম, আব্দুর রহমান, আলীনুর মিয়া, জহুরুল আলম, মো: রফিকনুর, সারোয়ার হোসেন সেফুল, ইকবাল হোসেন, শাহ আলম, রিয়াজ উদ্দিন প্রমুখ।