লিটল স্টারস ইংলিশ স্কুল, জকিগঞ্জ নতুন শিক্ষার আলোয় এক প্রফেশনাল যাত্রা

আই নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৭ অক্টোবর ২০২৫, ৮:০৬ অপরাহ্ণ
সিলেটের জকিগঞ্জে শিক্ষা ক্ষেত্রে নতুন এক দিগন্ত উন্মোচিত হয়েছে। দীর্ঘদিন ইংলিশ ভার্সন শিক্ষাপ্রতিষ্ঠানের অভাব অনুভূত হয়েছে। সেই চাহিদা পূরণের উদ্দেশ্যে তিনজন শিক্ষানুরাগী — মোঃ আব্দুর রহমান জিহান, শরীফ আহমদ এবং শামীম আহমদ — স্থাপন করেছেন Little Stars English School, জকিগঞ্জ। এই স্কুলটি আধুনিক শিক্ষার সঙ্গে ইসলামী মূল্যবোধ ও নৈতিক শিক্ষা একত্রিত করে, শিশুর জন্য একটি অনন্য এবং মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করছে।
স্কুলের স্লোগান “A Foundation for Lifelong Success” প্রতিফলিত করছে আমাদের লক্ষ্য — শিশুর শৈশব থেকেই এমন শিক্ষার ভিত্তি তৈরি করা, যা হাই স্কুলে ওঠার পূর্বে তাদের বেসিক দক্ষতা দৃঢ়ভাবে স্থাপন করবে এবং ভবিষ্যতের শিক্ষা, কর্মজীবন ও ব্যক্তিগত জীবনের প্রতিটি ক্ষেত্রে সহায়ক হবে।
প্রতিষ্ঠানটির পরামর্শক ও লন্ডন প্রবাসী শরীফ আহমদ বলেন, “আমরা চাই এমন একটি শিক্ষার পরিবেশ তৈরি করতে, যেখানে শিশুরা কেবল বইয়ের পাঠ নয়, বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে শেখার সুযোগ পাবে। আমরা চাই শিশুরা সৃজনশীলভাবে চিন্তা করতে শিখুক এবং তাদের মেধা ও আগ্রহের বিকাশে পূর্ণ সুযোগ পেয়ে উঠুক।”
বিদ্যালয়ের পরিচালক মোঃ আব্দুর রহমান জিহান যোগ করেন, “আমরা চাই জকিগঞ্জের শিশুদের আধুনিক, ব্যবহারিক এবং ধর্মীয় শিক্ষার সমন্বিত সুযোগ দেওয়া হোক। হাই স্কুলে ওঠার পূর্বে শিশুদের মৌলিক দক্ষতা এমনভাবে গড়ে উঠুক যাতে তারা আত্মনির্ভরশীল হয়ে ভবিষ্যতে নিজেকে স্বাধীনভাবে পরিচালনা করতে পারে।”
অন্য পরিচালক শামীম আহমদ বলেন, “জকিগঞ্জে এটি প্রথম ইংলিশ ভার্সন স্কুল। তাই আমরা প্রতিটি বিষয়ে যত্নসহকারে এবং পরিকল্পনার সঙ্গে কাজ করছি। আমাদের শিক্ষকবৃন্দ অভিজ্ঞ এবং অধিকাংশ শিক্ষক IELTS-এ উচ্চ স্কোরধারী। তারা ইংরেজিতে দক্ষ, শিক্ষার্থীদের শেখার প্রতিটি মুহূর্তকে ফলপ্রদ এবং আনন্দময় করে তোলেন। তাদের পেশাদার দক্ষতা শিশুদের শিক্ষার মান এবং সৃজনশীল বিকাশ নিশ্চিত করে।”
Little Stars English School ইতোমধ্যেই জকিগঞ্জবাসীর মধ্যে নতুন আশার সঞ্চার করেছে। পরিচালকবৃন্দ জকিগঞ্জবাসীর কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেছেন, যাতে প্রতিষ্ঠানটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য জ্ঞানের উজ্জ্বল আলোকবর্তিকা হয়ে ওঠে।
স্কুলের সুবিধা ও ফেসিলিটি
– আধুনিক ইংলিশ ভার্সন শিক্ষাব্যবস্থা: শিশুদের ইংরেজি ভাষা দক্ষতার পূর্ণ সুযোগ
– অভিজ্ঞ ও দক্ষ শিক্ষকবৃন্দ: অধিকাংশ শিক্ষক IELTS-এ উচ্চ স্কোরধারী এবং ইংরেজিতে পারদর্শী
– আধুনিক ও ইসলামিক মূল্যবোধের সমন্বিত শিক্ষা পরিবেশ: নৈতিকতা ও চরিত্র গঠনের ওপর জোর
– কম্পিউটার ও অনলাইনের ডিমান্ডিং স্কিলের প্রাথমিক ধারণা: শিশুরা প্রযুক্তি ও কম্পিউটারে আত্মবিশ্বাসী হবে
– ব্যক্তিগত বিকাশ ও সৃজনশীলতার উন্নয়ন: খেলাধুলা, প্রজেক্ট এবং সৃজনশীল কার্যক্রম
– ভবিষ্যৎ পরিকল্পনা ও কেরিয়ার গাইডলাইন: প্রতিটি শিশুর আগ্রহ ও প্রতিভা অনুযায়ী প্রাথমিক দিকনির্দেশনা
– উন্নত ও আনন্দময় শিক্ষার পরিবেশ: শিশুদের পড়াশোনা ও মানসিক বিকাশের জন্য নিরাপদ ও প্রেরণাদায়ক পরিবেশ
– সৃজনশীল ও উদ্ভাবনী কার্যক্রম: কল্পনা, সৃজনশীলতা এবং সমস্যা সমাধানের দক্ষতা বিকাশ
– আন্তর্জাতিক শিক্ষার মান: উচ্চশিক্ষা ও আন্তর্জাতিক সুযোগের জন্য শিশুদের প্রস্তুতি
অবস্থান: ফারহান ও আরহান কমপ্লেক্স, জকিগঞ্জ বাসস্ট্যান্ড, জকিগঞ্জ পৌরসভা, সিলেট
যোগাযোগ:
Sharif Ahmed – +44 7311 238578
Md Abdur Rahman Jehan – +880 1890-046478
Little Stars English School – +880 1846-757340
Little Stars English School, জকিগঞ্জ — A Foundation for Lifelong Success, জ্ঞানের আলোয় এক নতুন সূচনা