সকল ভেদাভেদ ভুলে ধানের শীষের পক্ষে কাজ করতে হবে : হাকিম চৌধুরী

গোয়াইনঘাট প্রতিনিধি:
প্রকাশিত হয়েছে : ১৮ অক্টোবর ২০২৫, ১২:০৮ পূর্বাহ্ণ
গোয়াইনঘাট :সিলেট জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, সাবেক গোয়াইনঘাট উপজেলা চেয়ারম্যান ও সিলেট-৪ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আব্দুল হাকিম চৌধুরী বলেছেন,সকল ভেদাভেদ ভুলে ধানের শীষের পক্ষে কাজ করতে হবে।এই দেশের মাটি ও মানুষের সঙ্গে বিএনপির রয়েছে সুসম্পর্ক। নতুন করে যতই চক্রান্ত হোক,সকল চক্রান্ত -ই ব্যর্থ হবে। আমরা সবাই চোখ কান খোলা রেখে কাজ করতে হবে। আগামী নির্বাচনে বিএনপিকে ক্ষমতায় এনে জনগণ ৩১ দফা বাস্তবায়ন করবে।
তিনি শুক্রবার (১৭ অক্টোবর ) বিকেলে কোম্পানীগঞ্জ উপজেলার ১ নং পশ্চিম ইসলামপুর ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে টুকের বাজারে ৩১ দফার লিফলেট বিতরণ পরবর্তী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন। এসময় উপজেলা, ইউনিয়ন ও স্থানীয় বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী ছাড়াও বাজারের ব্যবসায়ী ও পথচারীগণ উপস্থিত ছিলেন।
কোম্পানীগঞ্জ ১ নং পশ্চিম ইসলামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার হোসেন রবি এর সভাপতিত্বে ও কোম্পানীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এড. আলা উদ্দিন এর পরিচালনায় অনুষ্ঠিত পথসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
সিলেট জেলা বিএনপির উপদেষ্টা এড.কামাল হোসেন,কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি সৈকত আলী বাবুল,
পূর্ব ইসলামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি, ফখরুল ইসলাম, সাধারণ সম্পাদক,আবু সালাম,উত্তর রনিখাই, ইউনিয়ন বিএনপির সভাপতি, আহমেদ আলী,পশ্চিম ইসলামপুর ইউনিয়ন বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক, রাসেল আহমেদ,দক্ষিণ রনিখাই ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি আইন উল্লাহ।
আরও উপস্থিত ছিলেন,
সিলেট জেলা যুবদলের সহ সভাপতি ও কোম্পানীগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক সাজ্জাদ হোসেন দুদু,যুগ্ন আহবায়ক রাইসুল ইসলাম রাজন,এমদাদুর রহমান ইনজাদ,আব্দুল্লাহ আল মামুন, আবু আল হেলাল,যুব দলের সদস্য, আব্দুর রব,মামুন আহমেদ, সাদ্দাম হোসেন, আল মমিন, কোম্পানীগঞ্জ উপজেলা সেচ্চাসেবক দলের যুগ্ন আহবায়ক,সালা উদ্দিন রানা, পশ্চিম ইসলামপুর ইউনিয়ন,স্বেচ্ছাসেবক দলের আহবায়ক, মনির হোসেন মুন্না, সদস্য সচিব জাহাঙ্গীর আলম,কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্র দলের সদস্য সচিব ইকবাল হোসেন,যুগ্ন আহবায়ক শাহজাহান, তানভীর,ছাত্র দল নেতা জুরহান,এনামুল,পশ্চিম ইউনিয়ন ছাত্র দলের সেক্রেটারি, রেজাউল হক রাজু,এম সাইফুর রহমান ডিগ্রি কলেজের সভাপতি, আলামিন সারোয়ার, জেলা তাতী দলের সদস্য নবি হোসেন, ৭ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক এহিয়া,বিএনপির কর্মী,এখলাছুর রহমান এখলাছ,জিলানী, মমিন,মাসুক, সুজন,সুমন,রাসেল হোসাইন প্রমুখ।