জৈন্তাপুর কানাইঘাটে ১৯ লক্ষ টাকার ভারতীয় গরু, মহিষ ও অবৈধ পণ্য আটক

সাইফুল ইসলাম বাবু , জৈন্তাপুর:
প্রকাশিত হয়েছে : ১৮ অক্টোবর ২০২৫, ৪:৫৭ অপরাহ্ণ
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সিলেট সেক্টরের অধীনস্থ জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এর বিশেষ অভিযানে জৈন্তাপুর ও কানাইঘাট সীমান্ত এলাকায় প্রায় ১৯ লক্ষ টাকার ভারতীয় গরু, মহিষ ও বিভিন্ন প্রকার অবৈধ পণ্য আটক করা হয়েছে।
জকিগঞ্জ ব্যাটালিয়ন সূত্রে জানা যায়, শনিবার (১৮ অক্টোবর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে জৈন্তাপুর উপজেলার গুয়াবাড়ি বিওপি’র পৃথক বিশেষ আভিযানিক টহল দল সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় মালিকবিহীন অবস্থায় ভারতীয় মহিষ ৫টি, গরু ১টি ও কম্বল ৬টি আটক করা হয়। আটককৃত মালামালের সিজারমূল্য ১২ লাখ ১০ হাজার টাকা।
অন্যদিকে একই তারিখে জৈন্তাপুর ও সুরাইঘাট বিওপি’র পৃথক টহল দল জৈন্তাপুর ও কানাইঘাট উপজেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ভারতীয় কম্বল ৭টি, চিনি ৫০০ কেজি, জিরা ২০ কেজি, সুপারি ২০০ কেজি এবং একটি সিএনজি অটোরিকশা আটক করে। এসব মালামালের সিজারমূল্য ৬ লাখ ৯০ হাজার টাকা।
উভয় অভিযানে আটককৃত মালামালের মোট সিজারমূল্য ১৯ লাখ টাকা।
এ বিষয়ে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ জুবায়ের আনোয়ার, পিএসসি জানান, সীমান্ত সুরক্ষায় বিজিবির গোয়েন্দা তৎপরতা ও চোরাচালান বিরোধী অভিযান অব্যাহত রয়েছে। তিনি আরও জানান, জব্দকৃত মালামাল কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।