জৈন্তাপুরে মা’নসি’ক ভারসাম্য’হী’ন নাতির হাতে প্রা’ণ গেলো নানির

সাইফুল ইসলাম বাবু , জৈন্তাপুর:
প্রকাশিত হয়েছে : ১৯ অক্টোবর ২০২৫, ১:২৯ অপরাহ্ণ
সিলেটের জৈন্তাপুর উপজেলায় মানসিক ভারসাম্যহীন এক যুবকের ইটের আঘাতে প্রাণ গেলো ৯০ বছর বয়সী এক বৃদ্ধার। সম্পর্কে তারা দুইজন আপন নানি নাতি হউন। নিহত ওই বৃদ্ধার নাম আজিবুন নেছা (বদলুনী) (৯০)। তিনি উপজেলার ৬ নং চিকনাগোল ইউনিয়নের ঘাটেরচটি গ্রামের মৃত সাজ্জাদ আলির স্ত্রী। এ ঘটনায় ঘাতক নাতি সুমন আহমেদ (২২) কে আটক করেছে জৈন্তাপুর মডেল থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, ঘাতক সুমন আহমেদ (২২) ছোট বেলায় তার মা বাবাকে হারিয়ে নানি আজিবুন নেছার লালন পালনে বড় হয়। গত ৪ মাস পূর্বে তার মানসিক সমস্যা দেখা দিলে নানি আজিবুন নেছা নাতিকে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা করান।
এক মাস পূর্বে সুমনকে চিকিৎসা শেষে বাড়ীতে নিয়ে আসা হয়। তার তার মানসিক সমস্যার উন্নতি না হওয়ায় তাকে ঘরে শিকলবন্দী করে রাখা হতো।
ঘটনার দিন শনিবার (১৮ই অক্টোবর) রাত ১১:০০ ঘটিকা। ঘাতক সুমন যে ঘরে শিকলবন্দী হয়ে থাকতো তার পাশে একটি বিছানায় নানি আজিবুন নেছা ঘুমাতেন। সেদিন রাতে নানি এসে দেখেন সুমন একটি ইট নিয়ে তালা ভাঙার চেষ্টা করছে। নানী তখন তাকে বাঁধা দিতে এগিয়ে এলে সুমন তার হাতে থাকা ইট দিয়ে নানির মাথায় উপর্যুপরি আঘাত করতে থাকে। এ সময় ঘটনাস্থলে নানির মৃত্যু হয়।
এ ঘটনার কিছুক্ষন পর বাড়ীর পাশে দিয়ে যাওয়া এক পথচারী সুমনের চিৎকার শুনতে পায়। তখন সুমন শিকল খুলে দেয়ার জন্য উচ্চস্বরে চিৎকার করছিলো। চিৎকার শুনে ওই পথচারী ঘরে গিয়ে দেখেন সুমন তার নানির নিথর দেহের পাশে শুয়ে চিৎকার করছে। পরে স্হানীয়রা খবর পেয়ে জৈন্তাপুর মডেল থানায় খবর দেয়।
এ বিষয়ে জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান বলেন, হত্যাকান্ডের খবর পেয়ে আমি নিজে পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হই। তিনি আরো বলেন, ঘটনাস্থলে গিয়ে ঘাতক নাতি সুমনকে নিহত নানির মরদেহের পাশে শুয়ে থাকা অবস্থায় দেখতে পাই। এ বিষয়ে ঘাতক সুমনের কোন অনুশোচনা লক্ষ্য করা যায় নি। সে শুধু তার শিকল খুলে দেয়ার জন্য চিৎকার করছিলো।
তিনি আরো জানান, হত্যাকান্ডের ঘটনায় পুলিশ নাতি সুমন আহমেদকে আটক করে থানায় নিয়ে এসেছে। তার বিরুদ্ধে ইতিমধ্যে হত্যা মামলা রুজু করা হয়েছে। রবিবার পুলিশ পাহারায় তাকে আদালতে প্রেরণের বিষয়টি তিনি নিশ্চিত করেছেন। নিহত নানি আজিবুন নেছার মরদেহ ময়নাতদন্তের জন্য সিওমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে তিনি নিশ্চিত করেছেন।