গোয়াইনঘাটে রুস্তমপুর ইউনিয়ন ছাত্রদল ও কলেজ ছাত্রদলের যৌথ উদ্যোগে বৃক্ষরোপণ
গোয়াইনঘাট প্রতিনিধি:
প্রকাশিত হয়েছে : ২০ অক্টোবর ২০২৫, ২:৩১ পূর্বাহ্ণ
সবুজে বাঁচুক দেশ সবার আগে বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে বৃহত্তর রুস্তমপুর ইউনিয়ন ছাত্রদল ও রুস্তমপুর কলেজ ছাত্রদলের যৌথ উদ্যোগে ” নিম গাছ,নারেকেল গাছ ও বিভিন্ন প্রজাতির গাছ রোপণ করা হয়েছে।
রোববার ১৯ অক্টোবর বেলা সাড়ে ১১ টায় রুস্তমপুর কলেজ ক্যাম্পাসে বৃক্ষ রোপন অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, রুস্তমপুর কলেজের অধ্যক্ষ আশরাফুল ইসলাম, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নাহিদুল হক,সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ রুস্তমপুর কলেজ ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি, খালেদ আহমেদ, সহ সভাপতি আলবাব হোসেন রিফাত,সাধারণ সম্পাদন নাবিল আহমেদ, সাংগঠনিক সম্পাদক তারেক আহমেদ প্রমুখ। পর্যায়ক্রমে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এই বৃক্ষ রোপণ চলমান থাকবে বলে জানান সভাপতি নাহিদুল হক।





